আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগ গুন্ডাস VS বিএনপি পিকেটারস

০০০০০০০০০০

ভেন্যুঃ সমগ্র বাংলাদেশ দর্শকঃ সমগ্র বাঙ্গালি জাতি (আমজনতা) ম্যাচ আম্পায়ারঃ ভারত,আমেরিকা থার্ড আম্পায়ারঃ জাতিসংঘ সরকারি গুন্ডাস(একাদশ): ১) শেখ হাসিনাঃ দলের একমাত্র ও নির্ভরশীল ক্যাপ্টেন। উনি ব্যতীত অন্য কেউ দলের ক্যাপ্টেন হওয়ার কথা চিন্তাও করতে পারেননা। মিডল অর্ডারে নির্ভরশীল ব্যাটসম্যান। বিপক্ষ দলকে ভালভাবেই সামলাতে পারেন। তবে উনার করা গুগলিতে বিপক্ষ দল ভালই বেকায়দায় পরে থাকে।

২) মখা চৌধুরীঃ বর্তমানে দলের প্রধান ও এক নাম্বার হার্ডহিটার ব্যাটসম্যান। মূলত ওপেনিং এ ব্যাট করেন। উনার মূল সমস্যা হল বিপক্ষ দলকে ধুমধারাক্কা পিটাইতে যাইয়া নিজেই আউট হন এবং নিজ দলকে বেকায়দায় ফেলেন। ফলে নিজেই সমালচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ৩) আবুল মাল আব্দুল মুহিতঃ আরেকজন ওপেনার ও হার্ডহিটার ব্যাটসম্যান।

যে কোন বোলারের যে কোন রকমের বল উনার কাছে কোন ব্যাপারই না। কন্ডিশনের প্রতিকূলে ব্যাট করতে বেশি পছন্দ করেন। ৪) ওবায়েদুল কাদেরঃ দলের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দলের অবস্থা যেমনই থাক উনার কাজ উনি ঠিক ভাবেই পালন করে থাকেন। ৫) ফারুক খাঁনঃ প্রতিশ্রুতিশীল টপ অর্ডার ব্যাটসম্যান।

কিন্তু কখনই কামের কাম কিছুই করতে পারেন নাই। শুধুই গ্যালারির দর্শকদের হাসির খোরাকে পরিণত হইছেন। ৬)আবুল হোসেনঃ এই অলরাউন্ডারের উপর দলের ক্যাপ্টেনের নেক নজর ছিল,আছে এবং থাকবে। তাই উনি যত খারাপই খেলুননা কেন সাত খুন মাফ। ৭) ছাত্রলীগঃ খুবই চৌকস অলরাউন্ডার।

প্রতিপক্ষকে আটকাতে এদের কোন জুড়ি নাই। তবে প্রায়সময় দলের ভরাডুবির অন্যতম কারণ হয়ে থাকে। ৮)রাশেদ খান মেননঃ সবথেকে সুবিধাবাদী খেলোয়াড়। অনেকটা পাড়ার খেলোয়াড়দের মত। ব্যাটিং পাইলে খেলুম নাইলে খেলুমনা।

৯) সুরঞ্জিতঃ খুবই লাফালাফি করছিল স্পিন বল করবে বইলা। কিন্তু কালো বিলাইয়ের ছক্কাটা উনাকে একেবারে গ্যালারীর পিছনে নিয়া ফেলাইছে। ১০)পুলিশঃ দলের স্ট্রাইক বোলার। ক্যাপ্টেনের কথামত বোলিং করে প্রতিপক্ষকে আটকে রাখাই এদের মূল কাজ। তবে মাঝেমধ্যে বাউন্স বল করে প্রতিপক্ষকে ইনজুরডও করে থাকে।

১১)বিজিবিঃ সরকারি গুন্ডাসের নতুন সংযোজন এই পেসার। মূল কাজ দলের স্ট্রাইক বোলারকে সাহায্য করা। আর সুযোগ পেলে প্রতিপক্ষকে আঘাত করা। রিজার্ভ বেঞ্ছঃ সাহারা খাতুন,এরশাদ,বঙ্গবীর কাদের সিদ্দিকি। বিরোধীদলীয় পাণ্ডাস (একাদশ): ১) খালেদা জিয়াঃ দলের একমাত্র ও নির্ভরশীল ক্যাপ্টেন।

উনার কথার বাইরে কেউ কিছু করলে একাদশ থেকে বহিষ্কার। ২) তারেক জিয়াঃ দলের ভবিষ্যৎ ক্যাপ্টেন। খুবই জনপ্রিয় নিজ দলে। তাকে দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসাবে বিবেচনা করা হয়। ইনজুরির কারণে বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন আছেন।

৩)মির্জা ফখরুলঃ নিজ দলের একজন নির্ভরশীল ও দায়িত্তবান আভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান। সবসময় দলের ব্যাটিং বিপর্যয়ের সময় হাল ধরে থাকেন। ৪) আমীর খসরুঃ উনিও মির্জা ফখরুলের মত নির্ভরশীল ও দায়িত্তবান আভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান। নিজের দায়িত্তপালন করতে সবসময় প্রস্তুত। ৫) ছাত্রদলঃ যদিও নামে অলরাউন্ডার কিন্তু কামে এক্কেবারে অকর্মা।

দলের বিজয়ের জন্য কোন ভূমিকাই রাখতে পারতেছেনা। নিজেরা কিভাবে সুবিধা পাবে তাই নিয়া ব্যাস্ত থাকে। ৬) ছাত্রশিবিরঃ প্রতিপক্ষের জন্য এদেরকে ত্রাস হিসাবে দেখা হয়। খুবই আক্রমনাত্তক অলরাউন্ডার হিসাবে নিজেদের প্রমানিত করেছে। ৭) পাপিয়াঃ উনাকে কি বলব তা নিয়ে কনফিউজে আছি।

আক্রমনাত্তক ব্যাটসম্যান না আক্রমনাত্তক বোলার!!!থাক উনাকে কম ঘাঁটানই ভাল। ৮) খোকাঃ সিরাম রকমের পেস বোলার। যখন স্ট্রায়িক বোলার হিসাবে ছিলেন খুবই চৌকস ছিলেন। ৯) মীর্জা আব্বাসঃ অন্যতম দায়িত্তশীল পেসার। তবে এখনও পর্যন্ত কোন কেরামতি দেখাতে পারেননি।

১০) মউদুদ আহমদঃ দুর্দান্ত এক স্পিনার। প্রতিপক্ষ সবসময় তার স্পিন বলে নাকানি-চুবানি খেয়ে থাকে। ১১) আব্দুল্লাহ আল নোমানঃ কাজও কম কথাও কম ধরনের খেলোয়াড় তিনি। যা কিছু করবেন মেপে মেপে করবেন। রিজার্ভ বেঞ্ছঃ জামাত ও আন্নান্য শরীক দল সমূহ বি: দ্র: কেউ এই পোষ্ট ফেইসবুক বা অন্য কোথাও কপিপেষ্ট করলে তাকে উত্তম সহকারে গদাম দেওয়া হবে।

©copyright

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.