খুব যত্নকরে ভুলে যাবি সেই পথ তো ফেলে আসিনি ভাঙ্গা জানালার শার্শিটা খুলে আকাশের দিকে মুখ তোল আমার বুকেই চিল কাঁদছে ভুলে যেতে দেবো বলে তো এমন করে ভালোবাসিনি। আধো সেলাই করা রুমালটা যখন শুরু করবি-আবার তোর ঝাপসা চোখ মুছিয়ে দিতে ঠিকই দক্ষিনা-বাতাস হবো খুব অবহেলে মুছে ফেলবি সেই পথ তো ছেড়ে আসিনি ভুলে যেতে দেবো বলে তো এমন করে ভালোবাসিনি। গভীর রাতে হঠাৎ চমকে যখন খুব একা লাগে নিস্তব্ধতা হয়ে কে পাশে থাকে বল !!! কাকনের রিনরিন কি থামাতে পারিস খুব আলতো করে ভুলে যাবি সেই পথ তো ফেলে আসিনি ভুলে যেতে দেবো বলে তো এমন করে ভালোবাসিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।