গতকাল বিডিনিউজ২৪.কম রয়টার্সের বরাত দিয়ে খবর দিয়েছিল, ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলা অত্যাসন্ন। প্রবাসি ইরানি নাগরিকরা তাদের দেশে হামলার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং পশ্চিমা সূত্রগুলোর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকায় তারা উপলব্ধি করতে পারছেন, ইরানে হামলা হলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। তারা ইরানে অবস্থানরত তাদের আত্মীয়-স্বজনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এই যখন পরিস্থিতি, তখন আজ একটি অনলাইন সংবাদ সংস্থা খবর দিয়েছে, আাগামী বছর পাকিস্তানের ওপর সরাসরি মার্কিন হামলা হতে পারে। Click This Link এ খবরে আরো বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব, ইউরোপের সঙ্কট এবং সৌদি আরবে দিন দিন বেড়ে চলা রাজনৈতিক অস্থিতিশীলতা ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে। এমন আশঙ্কা ব্যক্ত করেছে প্রভাবশালী মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক 'দ্য কাউন্সিল অন ফরেন রিলেশন্স'। তবে, এগুলোর মধ্যে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বকেই মার্কিন সরকারের জন্য বড় হুমকি হিসেবে দেখছে সংস্থাটি। শুধু তাই নয়, দ্বন্দ্বের জের ধরে আগামী বছর পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হতে পারে বলেও আশংকা ব্যক্ত করেছে দ্য কাউন্সিল অন ফরেন রিলেশন্স।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।