এটি টেকি টিউন নয়, কিন্তু প্রতিটি টেকি এবং নন টেকি সহ টেকটিউনস এ্যাডমিন/মডারেটর প্যানেলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
গুগলে "মা" লিখে সার্চ করলেই মূহুর্তের মধ্যে অশ্লীল সব সাইটের লিঙ্ক এসে হাজির হয় যা অনেকের কাছে রীতিমত বিব্রতকর এবং পীড়াদায়ক। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধানে আসা সম্ভবপর হয়ে ওঠেনি।
চটি সাইটের মালিক এবং চটি লেখক রাই মূলত এর জন্য দায়ী।
তবে এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় আছে এবং সেটা এসইও এক্সপার্ট ছাড়াও অনলাইনে আমরা যারা ফেসবুক সহ বিভিন্ন সাইটে লেখালেখি করে থাকি তারাও অনেক অবদান রাখতে পারি।
আমরা যারা ফেসবুক সহ অনলাইনে বিভিন্ন সাইটে লেখালেখি করি, অথবা আমাদের পরিচিত যারা অনলাইনে লেখালেখি করে তাদের সবাই যদি ফেসবুক সহ এসব সাইটে "মা" কী-ওয়ার্ড টির উপরে নিজের বিভিন্ন অভিজ্ঞতা, অম্লমধুর স্মৃতি, গল্প, কবিতা, আর্টিকেল সহ বিভিন্ন ক্যাটেগরীর উপরে ইউনিক লেখা লিখে পোস্ট করি এবং লেখার টাইটেল ও লেখার মধ্যে "মা" কথাটি জুড়ে দেই,
তাহলে এরপর থেকে কেউ যখনি গুগলে "মা" লিখে সার্চ করবে ঐ লেখাগুলো সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে।
আমরা এই উদ্দেশ্যে "মা" টাইটেল দিয়ে একটি পেজ খুলেছি। এই পেজে মাকে নিয়ে গল্প, কবিতা, মাকে নিয়ে নানা স্মৃতিজড়িত লেখা পোস্ট হবে যার লেখক হবেন আপনারাই। থাকবে সেরা লেখকদের জন্য পুরুস্কারের ব্যবস্থা।
আপনারা প্রয়োজনে অপ্রয়োজনে নানা পেজে লাইক দিয়ে থাকেন, এবার মায়ের সম্মান রক্ষার্থে হলেও প্লীজ মা পেজটিতে লাইক দিন।
আপনার লাইক দেবার কারনে এই পেজটি আরো অনেকের চোখে পড়বে এবং আমাদের মেসেজ সবার কাছে পৌছাবে।
এ যুদ্ধ আমার একার নয়, আমাদের সবার। দশের লাঠি একের বোঝা। টেকটিউনস কমিউনিটিকে পাশে পেলে আমাদের এই ছোট উদ্যোগ একদিন বিশাল আয়োজনে রুপ নেবে এতে কোনো সন্দেহ নেই। আমাদের পরবর্তী করণীয় কি, কি করা উচিৎ, কি করা যেতে পারে ইত্যাদি বিষয়ে আপনাদের মতামত দিন।
তাই পেজটির কথা সবাইকে জানিয়ে দিন, সবাইকে লাইক দিতে বলুন এবং নিজেরাও আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকে এই পেজে ইনভাইট করুন।
ইনশাল্লাহ একদিন গুগলে মা লিখে সার্চ দিলে এই পেজটিও রেজাল্টে আসবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।