তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা সারাদেশের নারকীয় তান্ডবের খবর ইতোমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এ বর্বরতায় শিহরিত হয়েছি আমরা সবাই। ক্ষোভ এবং প্রতিবাদের জন্য প্রাণ বলিদানের এ কৌশল ছাড়া কি আর কোন উপায় খুঁজে পায়নি ক্ষুব্ধ দল বাংলাদেশ জামায়াতে ইসলামী?
আমরা আদালতের বিচার এবং অপরাধের সাক্ষী প্রমাণের বাহ্যিক সবকিছুতে বিশ্বাসী। অভ্যন্তরের যাচাই আমাদের কাজ নয়। এতে যদি কোন পক্ষপাত হয়ে থাকে, তবে তা বিচারকদের দায়ভার।
ইসলামের নির্দেশনা এরকমই।
ধরা যাক তাদের ভাষায়, মাওলানা সাঈদী নিরপরাধ এবং রাজনৈতিক কারণেই তাকে ফাঁসির রায় দেয়া হয়েছে। আল্লাহতে বিশ্বাসী হিসেবে তাদের উচিত ছিল এর দায়ভার স্বয়ং স্রষ্টার হাতে ছেড়ে দেয়া এবং রাজনৈতিকভাবে এর প্রতিবাদ জানানো। পৃথিবীর এ মঞ্চে আরও তো অনেক আলেম ও বিশেষ ব্যক্তিদেরকে অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এটাই তো প্রথম নয়।
রায় হওয়ার পর এখনও তো তিনি বেঁচে আছেন এবং পৃথিবীর আলো বাতাস ভোগ করছেন।
অথচ এরই মধ্যে প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ। নিহতদের তালিকায় চোখ বুলালেই দেখা যাচ্ছে, এদের তিন চতুর্থাংশের বয়স ১৭-২৫। এরা সবাই টগবগে তরুণ। কারা এদেরকে কিসের উস্কানীতে মাঠে নামিয়ে হত্যাযজ্ঞে ঠেলে দিল? কার জন্য এতগুলো প্রাণ ঝরে গেল? কারা পিটিয়ে মারছে পুলিশকেও? এমন নৃশংস রাজনীতির প্রতি মানুষের অশ্রদ্ধা ও নিন্দার তীর গিয়ে ঠেকছে ইসলামের গায়ে, এর চেয়ে বড় বেদনার আর কী হতে পারে?
ইসলামের নামে রাজনীতি করে আসা দলটির দিকনির্দেশকরা আজকের সহিংস কর্মকান্ডে নিজেদের অধৈর্য এবং অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। পরম শক্তিমান আল্লাহ পাকের কাছে একজন সাঈদী এবং একজন সাধারণ মানুষ একই মর্যাদার মূল্যবান।
তবে কেন একজনকে বাঁচাতে এতগুলো মানুষকে উস্কে দিয়ে ঠেলে দেয়া হচ্ছে উম্মত্ত প্রতিবাদের উগ্রতায়?
আল্লাহ পাক বলেন, যে একজনকে অন্যায় ভাবে হত্যা করল সে যেন সব মানুষকে ধ্বংস করে দিল। ’ (সূরা মায়েদা-৩২) অন্যত্র তিনি বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ’ (সূরা বাকারা-১৯৫)
জামাতের ভুলে যাওয়া উচিত নয়, আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের উপর যেসব আপদ-বিপদ আসছে- তা তোমাদেরই কৃতকর্মের সামান্য ফসল। বেশিরভাগই তিনি ক্ষমা করে দিয়ে থাকেন। ’ (সূরা শুয়ারা-৩০)
আগামী দিনগুলোতে কি ভয়াবহ পরিস্থিতি আসছে- তা নিয়ে আমরা শঙ্কিত।
এ শঙ্কার আগুনে ঘি ঢেলে দিচ্ছে রাজনীতির সাথে ইসলামের উদ্দেশ্যপ্রণোদিত মিশ্রণ। নিজেদের স্বার্থ উদ্ধারে আজ যে দুটি বিষয় আমাদের দেশে দিনদিন হাতের মোয়া হয়ে উঠছে- তা হচ্ছে ইসলাম এবং নিরীহ মানুষের প্রাণ। আহা! পরম দয়াময় আর কত অসহায়ত্ব দেখলে এ জাতি ও মানচিত্রের প্রতি তার করুণাদৃষ্টি দেবেন?? আর কত উম্মত্ততা ও মূর্খতা দেখলে তিনি আমাদেরকে সুবুদ্ধি দিয়ে উদ্ধার করবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।