আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসঃ শাসকদের বর্জ্য

I am Bangladesh supporter আমি কম্পিউটারের ছাত্র আমার ইতিহাস অন্যতম প্রিয় বিষয়। প্রোগ্রামিং বই ছেড়ে আমি ইতিহাসের বই পড়তে ভালবাসি। ইতিহাস পড়ার নিয়ম হচ্ছে, কখনও একপক্ষের কাহিনী শুনতে হয় না। আজ যেমন একটি পত্রিকা পড়ে কোন ঘটনা সত্যটা জানা যায় না। পত্রিকা যেমন মালিকপক্ষের মানসিকতার বর্জ্য, ইতিহাস তেমনই সময় সময়ের শাসককর্তাদের বর্জ্য। আজ শুনলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নতুন করে ইতিহাস শিখানো হচ্ছে। “বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল 'স্বদেশচেতনা'র জাগরণ সৃষ্টিকারী আন্দোলন! এই ভূখন্ডের বাণিজ্যের বিস্তার হয়েছে ঔপনিবেশিক শাসনের মধ্য দিয়ে! শায়েস্তা খান ছিলেন শোষক, প্রবঞ্চক ও অত্যাচারী! তার শাসনামলের অবিশ্বাস্য কম মূল্য প্রজাদের কোন উপকারে আসেনি কারণ প্রজাদের কোন ক্রয় ক্ষমতাই ছিল না!” আমাদের মহান(!) সরকার প্রধান প্রায় ভুরু নাচিয়ে বলে থাকেন,“ সঠিক ইতিহাস শিখুন।” আমি কান ধরে বলতে চাই,“ অশিক্ষিতদের লেখা ইতিহাস শিখার কোন ইচ্ছা নাই।নিজের বর্জ্য নিজেই খান।”  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.