শক্তের ভক্ত, নরমের জম। জেনে গ্যাছে এবার কানা আজম। মহানবী হযরত মুহাম্মদ (সা-কে ধর্মনিরপেক্ষ হিসেবে আখ্যায়িত করে আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হযরত মুহাম্মদ (সা-এর মত ধর্মনিরপেক্ষ চিন্তা চেতনার মানুষ পৃথিবীতে দেখা যায় না। কেননা তিনি হুদায়বিয়ার সন্ধিতে নিজ হাতে রাসূল শব্দটি কেটে দিয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মিলনায়তনে ইমাম সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ইমামদের এ সবক দেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন ধর্মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব নুরুল আমিন, কর্নেল (অব সাজ্জাদ জহির, বোর্ডের গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী প্রমুখ।
আইন প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় গোঁড়ামি নিয়ে চিন্তা করলে চলবে না। বর্তমানে কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার থাকতে হবে। স্বামী-স্ত্রী উভয়ে কাজ করে সংসার চালাতে হবে। এক শ্রেণীর আলেমরা এ বিষয়ে মিথ্যাচার করছে।
সংবিধান সংশোধনের বিষয়েও তারা মিথ্যাচার করছে। আর ৪০ বছর আগের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরিবার পরিকল্পনাকে চিন্তা করলে দেশে গণবিস্ফোরণ ঘটবে। এসব বিষয়ে মানুষকে সচেতন করার জন্য তিনি ইমামদের প্রতি আহবান জানান।
ইফা‘র ডিজি শামীম মোহাম্মদ আফজাল ইসলামী অর্থনীতির সমালোচনা করে বলেন, ইসলামী অর্থনীতির নামে সুদকে ইসলামী সুদ বলে কয়েকজন মুরববী চেষ্টা করে যাচ্ছেন। আর আলেম না হয়ে কেউ কেউ কুরআনের তাফসীর করছেন।
অনুষ্ঠানে ইমামদের সবক দেয়ার জন্য আলোচনায় অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল সাধারণ শিক্ষায় শিক্ষিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।