জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ ২০০৯ সালের আগে আমি বর্তমান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নাম শুনিনি। হতে পারে এটা আমার লিমিটেশন। সেই সাথে আমার অপরাধও হয়তো হয়েছে। কেননা জাতির এই মহান নেতা, দার্শনিক ও বুদ্ধিজীবির পরিচয় না জানা জাতীয় অপরাধের মধ্যেও পড়ে। কিন্তু এখন এই লোকটার সাথে মাঝে মাঝেই দেখা হয়। উনার জ্ঞানগর্ভ আলোচনা আর তেজোদ্বীপ্ত ভাষণ আমাকে ভীষণভাবে নাড়া দেয়। মাঝে মাঝে খাড়া হইয়া যাইতে মঞ্চায়। কিন্তু পরিবেশ পরিস্থিতির কথা মাথায় আসলেই আবার নিজ থেকে দমিয়া যাই। মাঝে মাঝে নিজেকে নিজেই প্রশ্ন করি ,,, কামরুল কত্তবড় নেতা............. আসলে উনি আম্মলীগের কতবড় বড় নেতা কেউ একটু জানাবেন,,,,,,,,,,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।