আমাদের কথা খুঁজে নিন

   

রুদ্র ভাই, কামরুল ভাইদের মনে পড়ছে

zahidmedia@gmail.com

সময় চলে যায়। প্রতিটি মহুর্তেই সৃষ্টি হয় এক একটি ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম সে ইতিহাসের স্বাক্ষী থাকে। সময়ের পিছে ছুটে চলছি অবিরাম। ছুটে চলার মাঝে কখনও কখনও কিছু মানুষকে মনে পড়ে ভীষণ ভাবে।

আজ সে রকম কিছু স্বপ্নদ্রষ্টাকে মনে পড়েছে। ভীষণ ভাবে মিস করছি তাদের দীর্ঘদিন রুদ্র ভাইকে দেখি না। কথা হয়, মেইলে যোগাযোগ হয়, কিন্তু দেখা হয় না। রাত পেরিয়ে সকাল হলেই এখন ছুটতে হয় সময়ের পিছে। আজ বন্ধু দিবস নোয়াখালীর রুদ্র ভাই বড়ই মিস করিছি।

তিনি ছিলেন আমার কর্মক্ষেত্রে অন্যতম অনুপ্রেরণা। যখন হতাশ হয়েছিলাম তখন তিনি আশান্বিত করেছেন। অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন। এ মানুষটি বুকে শত কষ্ট নিয়ে মানুষের সাথে চলতেন হাঁসি খুশিতে। হাজারো বৈচিত্র তাঁর মাঝে খুঁজে পাওয়া যাবে।

নিজে যেভাবে দুঃখের সাগরে ভাসতেন- তা কাউকে বুঝতে দিতেন না। যখনই কোনো সমস্যায় পড়তাম তখনই তার কাছে ছুটে যেতাম। তার কথায় দুঃখকে একেবারেই ভুলে যেতাম। এখনো সমস্যা হলে প্রথম ফোনটি তাকে করা হয়। কারণ তাকে তো ভুলে থাকা যায় না।

তিনি কখনও ভুলার নয়। তিনি আমার হৃদয়ে স্বপ্নে কারিগর হিসেবে বেঁচে থাকবেন অনন্তকাল। আজ তিনি আমার থেকে প্রায় ২০০ কিলোমিটার দুরে। তাকে দেখতে বড়ই ইচ্ছে হয়। জানি না কেমন আছেন তিনি।

আরেক স্বপ্নের নক্ষত্র কামরুল ভাইতো প্রতিটি ক্ষনেরই পথ পদর্শক হিসেবে কাজ করছে। তার প্রীতি ভালোবাসা, সহায়তা পেয়েছি পরিচয়ের পর থেকে। কামরুল ভাই, রুদ্র ভাইদের যে সহায়তা পেয়েছি তা কখনই শোধ করার সাহস করি না। আজ আরও মনে পড়ছে পিন্টু ভাই, বিষাদ ভাই, মঞ্জু ভাই, জামাল ভাইসহ অনেককে, যাদের নাম এ মহুর্তে মনে পড়ছে না। সবাইকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।