আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে না এলে বিএনপিরই ক্ষতি: কামরুল

কারণ, নির্বাচনে অংশ না নিলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি।
শুক্রবার রাজধানীতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, মানুষ আর ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের গোলক ধাঁধাঁয় পড়তে চায় না।
“বিএনপি যতই হুমকি-ধমকি দিক না কেন, তারা নিবার্চনে আসবে। আর নির্বাচনে না আসলে বিএনপিরই ক্ষতি হবে। ”
বিএনপির উদ্দেশ্যে কামরুল বলেন, “সংবিধানের মধ্যে থেকে আলাপের পথ খুঁজতে পারেন।

খোলা মন নিয়ে সংসদে এসে আলোচনা করতে পারেন। ”
জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
সভায় যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ের বিষয়ে বিএনপি নেতা মওদুদ আহমদ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন আইন প্রতিমন্ত্রী।
একাত্তরের ঘাতকদের সঙ্গে বিএনপির সখ্যতা থাকার কারণেই মওদুদ এ কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “সন্দেহের কোনো অবকাশ নাই।

আইন অনুযায়ী ২১ থেকে ২৮ দিনের মধ্যে কাদের মোল্লার রায় কাযর্কর হবে। ”
সব ঘাতকের বিচার শেষ করার জন্য আওয়ামী লীগকে আবার ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.