অনন্যা : আপনার স্ত্রী সম্পর্কে জানতে চাই? তিনি কী অভিনয় করেন?
মোশাররফ করিম : আমার স্ত্রীর নাম রোবেনা রেজা জুঁই। তিনি সঙ্গীতশিল্পী। তবে সেরকম নাম করা গায়িকা নন। নাহ, আগে কখনো তিনি অভিনয় করেন নি। অনেকটা আমার কথা রাখতেই দুটো নাটকে অভিনয় করেছেন।
একটার নাম ‘সিমিলার টু’, অন্যটির নাম ‘জামাইমেলা’।
অনন্যা : কেমন করলেন অভিনয়? তিনি কী অভিনয়ে নিয়মিত হবেন?
মোশাররফ করিম : স্ত্রী সম্পর্কে নেগেটিভ কথা বলে আমি বিপদে পড়তে চাই না। মন্দ করলেও আমাকে ভালো বলতে হবে। তবে নির্মাতারা বলছেন, চমৎকার করেছেন। জুঁই নিয়মিত অভিনয় করার সিদ্ধান্ত এখনো নেন নি।
যদি সে নিয়মিত অভিনয় করতে চায়, তাহলে আপত্তি নেই। আবার না করতে চাইলেও আপত্তি নেই। আমি শুধু চাইবো, সে যেন নিজের যোগ্যতা দিয়ে অবস্থান তৈরি করে নেয়। স্বামী হিসেবে আমি স্ত্রী সাফল্য কামনা করি।
সানি : আপনাদের বিয়েটা কি লাভ ম্যারেজ নাকি স্যাটেল ম্যারেজ? কোন ধরণের বিয়ে ভালো?
মোশাররফ করিম : আমরা প্রেম করেই বিয়ে করেছি।
আমি তো বিয়ে করেছি একটাই, সেটা লাভ ম্যারেজ। যদি আরেকটা বিয়ে ‘স্যাটেল ম্যারেজের মাধ্যমে করি, তাহলে বোধহয় বলতে পারতাম কোন ধরণের বিয়ে ভালো। আসলে দুজনের মধ্যে বোঝাপড়াটাই হলো আসল বিষয়, লাভ না স্যাটেল মনে হয় না তা গুরুত্বপূর্ণ।
মোশাররফ করিমের ক্ষমা প্রার্থনা
বাংলানিউজ অনলাইন লাইভ আড্ডার শেষপ্রান্তে পৌঁছে মোশাররফ করিম নিজে থেকেই ভক্ত-দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য সময় চেয়ে নিলেন। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বললেন, আমি আপনাদের কাছে আজ একটা বিষয়ে ক্ষমা চাইছি।
বিভিন্ন সময় নানা জায়গায় আমাকে শুটিং যেতে হয়। আপনার আপনারা আমাকে ভালোবেসে, শুটিং দেখতে আসেন। আমার সঙ্গে হাত মেলাতে আসেন, ছবি তুলতে আসেন। অনেক সময়, আমি এতে বিরক্ত হয়েছি। বিরক্তি প্রকাশ করেছি।
কখনো কখনো কারো সঙ্গে দুর্ব্যবহার করেছি। এজন্য মাথা নত করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসলে শুটিংয়ের সময় কাজটা আমি যতোটা পারি, মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের অতি আগ্রহে কাজের প্রতি আমার মনোযোগ নষ্ট হয়। তখন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে কোনো কোনো দর্শকের প্রতি রূঢ় আচরণ করি।
কিন্তু পরে এজন্য নিজেরই খারাপ লাগে। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।
সূত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।