ধুর তখন প্রভার ভিডিও মাত্র বের হয়েছে। সবার হাতে হাতে (মোবাইলে) ঐ ভিডিও। তুমুল উত্তেজনা চলছে সেই ভিডিও নিয়ে। বিষয়টি যেহেতু খুব আগের না, তাই কাউকেই মনে হয় মনে করিয়ে দেওয়া লাগবেনা ঘটনাটি। ঠিক সেই সময়েরই গল্প এটি।
প্রভা এখানে মূল চরিত্র নয়। মূল চরিত্র আমার এক বন্ধু।
বেশ অনেকদিন পর খুলনায় গেলাম। সন্ধায় বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেই। মজা করি।
তবে প্রভার বিষয়টি এড়িয়ে যেতে চাই (কেন চাই তা একেবারে শেষে ক্লিয়ার করব)। কিন্তু সবাই লেগে থাকে। তবে ছড়িনা শুধু একটা সময়, যখন আরিফ (ছদ্ম নাম) এটি নিয়ে প্রভাকে কোন কিছু বলে। খুব রাগ লাগে আরিফ কিছু বললে। এটি প্রথমে নয়ন (ছদ্ম নাম) ধরতে পারল।
সবাই জিজ্ঞাসা করল যে আরিফ বললে সমস্যা কি? আমি প্রথমে বলতে চাইনি। কিন্তু আরিফ বাধ্য করল।
ঘটনা কিছুটা এই রকম। আরিফের যেই গার্ল ফ্রেন্ড, তার সাথে আগে সম্পর্ক ছিল মামুনের (ছদ্ম নাম)। মামুনের সাথে করেনি এমন কিছু নাই।
কিন্তু ওদের মধ্যে হঠাৎ কিছু একটা হয়ে যায়। মেয়ে আর মামুনকে পাত্তা দেয় না। এবং তারপর ঐ মেয়ে আরিফের সাথে সম্পর্ক গড়ে। যদিও ঘটনাটা এক বা দুইদিনে হয়নি। কয়েক মাস জুড়ে হয়েছিল।
আরিফ অনেক আগে থেকেই ঐ মেয়েকে ভাল বাসত। যার করণে ঐ মেয়ে সম্পর্ক সব জানার পরও সে ঐ মেয়ের সাথে রিলেশনে জড়ায়। মামুন নিতান্তই ভাল মানুষ সেজে মেয়ের সব ছবি, ভিডিও, এসএমএস, এমএমএস ইত্যাদি নষ্ট করে ফেলে।
আমি আরিফকে বললাম, প্রভা যা করেছে, তার থেকে তোমার গার্ল ফ্রেন্ড কিছুই কম করেনি। আর তোমার ধন্যবাদ দেওয়া উচিত মামুন কে, যে কিনা তোমার আর তোমার গার্ল ফ্রেন্ডের মান ইজ্জত এখনও বাচাঁয় রাখছে।
তোমার আরও উচিত অপূর্বকে থাপ্পড় মারা, কারণ সে তোমার মত করে প্রভাকে ভালবাসতে পারেনি। মেনেনিতে পারেনি ঐ ঘটনা। তোমার কি মনে হয়, অপূর্ব এই সব জানতে না?
প্রিয় পাঠক, আমি কোন ভাবেই প্রভাকে ভাল প্রমান করার চেষ্টা করছি না। অপূর্ব এবং আমার বন্ধুর মত আমার জীবনেও এমন হয়েছে। কিন্তু এতে ভালবাসা এতটুকু কমেনি আমার (যদিও সে এখন আর সাথে নাই)।
এই ব্লগে প্রচুর মানুষ আছেন যারা back street boys এর as long as you love me গানের ভক্ত। তাদের বলছি, ঐ গানের কথাটা কি একবার লক্ষ্য করে দেখেছেন? ঐগানে বার বার বলা হয়েছে I don't care what you did, where you from, As long As you love me. আপনারা গানটাকে শুনতে ভালবাসে, গানের ভক্তও হতে পারেন, কিন্তু নিজের সাথে ঘটলেই যত বিপক্তি।
এবার আরও একটা উদাহরণ দেই। এই ব্লগে অনেকেই আছেন যারা হিন্দি I hate love stories মুভিটা দেখেছেন, এবং ভালোও লাগে। তারা কি একবার চিন্তা করে দেখেছেন? ঐ মুভির নাইকা যে কাজটি করেছে, প্রভা কি তার থেকে খুব বেশি কিছু করেছে? বরং প্রভা কমই করেছে।
ঐ মুভিটি যদি দেখতে পারেন, এবং ভাল বলে চালিয়ে দিতে পারেন তাহলে প্রভার দোষ কোথায়?
আমি আবারও বলছি, প্রভাকে কোন ভাবেই ভাল বলা যায় না। কারণ সে প্রতারণা করেছে। আমি নিজেই এই ধরণের প্রতারণার স্বীকার। আমি শুধু বলতে চাই, যাই বলেন না কেন, যাই করেন না কেন, নিজেকে ঐ স্থানে বসিয়ে তারপর একবার ভেবে দেখবেন যে আপনি হলে কি করতেন।
আশাকরি আমি আমার বক্তব্য পরিস্কার করতে পেরেছি।
যদিও ছোট্ট ঘটনা - ১ এবং ছোট্ট ঘটনা - ২ এর সাথে ছোট্ট ঘটনা - ৩ এর কোনই মিল নাই, তবুও লিংক দিলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।