আমাদের কথা খুঁজে নিন

   

প্রভা'তে যাদের এলার্জি তাদের জন্য দুঃসংবাদঃ স্বাভাবিক জীবনে ফিরে আসার শুভ সূচনা করলেন প্রভা

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
প্রভা পুনরায় তার স্বাভাবিক জীবনে ফিরে আসার সুভ সুচনা করলেন গত বৃহস্পতিবার। প্রভা তার ভুলের জন্য লজ্জিত,অনুতপ্ত। আমি ভুল করেছি। এ ভুলের মাশুল দিচ্ছি। নিজেকে শোধরাতে চেষ্টা করছি।

এমন যেন আর কোন মেয়ের জীবনে না হয়। প্রতি নিয়ত আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তিনিই পারেন আমাকে ক্ষমা করে দিতে। " এমন আবেগপূর্ণ কথা বলেছিলেন প্রভা। আমি এ সুসংবাদটি সামুতে জানিয়েছিলাম তার এই ফিরে আসাকে স্বাগতম ও সাধুবাদ জানাতে।

তার নতুন করে ফিরে আসাকে অনেকে বক্র চোঁখে দেখেছে, তার এই সরল স্বীকারোক্তির ওপর অনেকে বিশ্বাস রাখতে পারেন নাই। কেউবা মন্তব্য করেছেন পূনরায় কাউকে ফাঁসাতে আবার নতুন করে তার আবির্ভাব। সবচেয়ে তির্যক ও অশালীন মন্তব্য করেছেন তার স্বগোত্রীয়রা। আমি কেন প্রভার পক্ষ নিয়ে কথা বলি? আমি তার নতুন বয় ফ্রেন্ড কিনা ইত্যাদি। মানুষের পাপ পূণ্যের হিসাব তার বিচারের মালিক মহান আল্লাহ।

মানুষ তার পাপের ক্ষমা না করলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এই প্রর্থনা করছি। বিস্তারিত জানতে নিজ দ্বায়িত্বে লিংক দেখতে পারেনঃ ১। অবশেষে মুখ খুললেন প্রভাঃ সব দোষ কি আমার? প্রশ্ন সংবাদ কর্মীর কাছে Click This Link ২। প্রভার অভিযোগ অস্বীকার করছে অপূর্বঃ প্রভা'তে যাদের এলার্জি তাদের পড়ার প্রয়োজন নাই Click This Link যা হোক নিন্দুকের মূখে ছাই দিয়ে অবশেষে প্রভা তার স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রথম ধাপটি অতিক্রম করেছেন। অপূর্বর সাথে বিচ্ছেদ হবার পর প্রভা গত বৃহস্পতি বার তার বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা শুরু করেছেন।

প্রভা জানান, 'আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা ক্ষমার চোখে দেখে আমাকে ক্লাস করার জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে বলেছেন। গত বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরায় অবস্থিত শান্তামারিয়ম ইউনিভার্সিটিতে তার বিভাগে পৌছালে বিভাগীয় শিক্ষকরা তাকে আন্তরিকভাবে গ্রহণ করে নেন এবং আবারও তাকে পড়াশুনায় মনোযোগী হবার জন্য বলেন। প্রভা জানান, আপাতত তিনি পড়াশুনা নিয়েই নিজেকে ব্যস্ত রাখবেন। আপাতত প্রভা কোন নাটকেই কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। নবরুপে প্রভার এই ফিরে আসাকে আমরা স্বগত জানাই, আল্লাহ তাকে তার কৃতকর্মের জন্য ক্ষমাকরে দিবেন এই প্রার্থনায়
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.