সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে অসম্ভবকে নিয়ে বাঁচতে চাই!!
স্বাধীনতা তুমি বাংলা মায়ের
ভুবন ভোলানো হাসি
এ হাসির টানে তোমার কাছে মোরা
বারবার ছুটে আসি ।
স্নিগ্ধ-কোমল হৃদয়ে তোমার
দিয়েছ মোদের ঠাই,
দিয়েছ মোদের স্বাধীনতা
যা আমরা সবাই চাই। ।
স্বাধীনতা যেন মুক্ত আকাশে
অসীম পাখির ডানা,
অসীম পালকে লেখা আছে-
"তুমি মোর চিরচেনা"।
স্বাধীনতা মোদের দিয়েছে অধিকার
সবকিছু করতে-
তবু কেন মোরা এগোতে পারি না
সবকিছু ত্যাগে মরতে?
যতই মোরা করছি নানা
খারাপ-অশ্লীল কার্য,
ততবারই যেন ভুলছি মোদের
স্বাধীনতার তাৎপর্য।
স্বাধীনতা কি এসেছিল দেশকে
পরাধীন করতে??
কেনই বা গেলো রফিক-জব্বার
শকুনের হাতে মরতে??
হয়তা তারা বঝেনি এটা
অর্জনের বিষয় নয়;
রক্ষা করা যে বড়ই কঠিন
এ কথা বলতেই হয়। ।
যখন পেয়েছি স্বাধীনতা মোরা-
বুঝিনি এর মর্ম,
করেছি নিজের ইচ্ছেমতো যত
অশালীন সব কর্ম।
দিয়েছি মোরা আপন সত্ত্বাকে
অন্যের হাতে তুলে
করেছি অনেক নিজেদের ক্ষতি
আত্মমর্যাদা ভুলে।
চারদশক পেরিয়ে আজ
বুঝেছি মোদের ভুল,
করছি সবাই হাহাকার আর
টানছি মাথার চুল।
সবাই এখন সমস্বরে
বলছি একই কথা;
বাঁচাতে হবে দেশকে
রক্ষা করে স্বাধীনতা। ।
কিন্তু হায়!!......
দুইজনে এগিয়ে গেলে
দশজনে পেছায়,
এভাবে কি স্বাধীনতা
রক্ষা করা যায়!!
এসব দেখে মুখটি বেঁকে
বলছে নানা কথা
যেমনটি হবার ছিল
হচ্ছেও যে তথা।
নিন্দুকেরা নিন্দা করে
ক্রুর চক্ষু মেলে
আমরা জবাব দিতে চাই
অযুত আঁখি জ্বেলে!
বাঙ্গালীরা অলস নয়
সংগ্রামী এক জাতি,
চারিদিকে ছড়াবে আলো
জ্বেলে প্রদীপ ভাতি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।