আমাদের কথা খুঁজে নিন

   

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা...

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা... সত্যিকারে গর্ব করার মতো ভাষাই আমাদের বাংলা ভাষা। পৃথিবীতে মাতৃভাষার জন্য প্রাণদানের ইতিহাস দ্বিতীয়টি নেই। আর তার জন্যই আমরা পেয়েছি একুশে ফেব্রুয়ারির মতোন মহান দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা হিসেবে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলা জনসংখ্যাও অনেক। যদিও কোলকাতাই ছিলো বাংলা ভাষার প্রাণকেন্দ্র তথাপি বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের মানুষের বাংলাপ্রীতি বেশি- একথার সাথে সবাই একমত হবেন নিশ্চয়ই!? ওপার বাংলার বাংলায় হিন্দির প্রভাব, আর এপারে ইংরেজির প্রভাব ঠেকানোর সাধ্য নেই যেন কারো! বলছিলাম- বাংলাদেশের মানুষের বাংলাপ্রীতির কথা এবং ইংরেজির দিকে ঝুঁকে পড়ার কারণ।

জীবিকার তাগিদেই আমাদেরকে আজ ইংরেজির গুরুত্ব মেনে নিতে হচ্ছে। তবে আজও বাংলা চর্চা করে বা জানে এরকম লোকের সংখ্যা নেহায়েত কম নয়। এরকম এক লোকের গল্প শোনাবো আপনাদের... রোড নম্বর বত্রিশ। যাচ্ছিলাম ছেলের স্কুলে তাকে আনতে। বঙ্গবন্ধুর বাসা পেরুলেই মাস্টারমাইন্ড স্কুল।

সামনে বাচ্চাদের অভিভাবকদের জটলা। গাড়ি পার্কিং, মানুষের ভিড়ে প্রতিদিনই অতীষ্ট হয়ে যাই। তার উপর নামলো ঝুমঝুম বৃষ্টি। দৌড়ে গিয়ে চা-এর স্টলের সামনে দাঁড়ালাম। বৃষ্টি আর থামে না।

ধীরে ধীরে বাড়ছে লোক-সমাগম। জমছে কথার মেলা। আমি পাশে দাঁড়িয়ে অপেক্ষায়। সবার কথা শুনি, মানুষের চোখ-মুখ দেখি, থাকি চুপচাপ- যা আমার চিরকালীন স্বভাব। এক লোক গোষ্ঠি উদ্ধার করছে মাস্টারমাইন্ডের টিচারদের।

তারা নাকি বাংলা জানে না। আমি ভাবি- এটাই স্বাভাবিক। ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলার শিক্ষকদেরই কী-ইবা গুরুত্ব আছে? লোকটি বাচাল হলেও তার জ্ঞানের বহর আমাকে আকৃষ্ট করলো। এবার একটু মনোযোগী হলাম। লোকটি বলছে- আমার চেয়েও ঐ টিচাররা কম বাংলা জানেন।

বলুন তো- 'সোহাগ চাঁদ বদনী...নাচো তো দেখি। জনপ্রিয় এ বাংলা গানের এখানে কোন শব্দ- ধ্বনি, ধনী নাকি ধনি? আমি সিওর বাঙালি শিেিতর 90 ভাগই এর অর্থ জানো না। ' অনেকে মাথা চুলকালো। তিনি বলে দিলেন- এখানে শব্দটি হবে 'ধনি' যার অর্থ সুন্দরী নারী। এরপর তিনি পিকনিকের অভিজ্ঞতার গল্প বললেন।

পিকনিকের কার্ডেলিখেছিলেন- 'অশনে মেটাবো তৃপ্তি'। এর অর্থ নাকি পিকনিক পার্টির কেউ উদ্ধার করতে পারেননি। তিনি সবাইকে অশনের অর্থ বোঝাতে গিয়ে এর বিপরীত শব্দ বললেন। এর বিপরীত শব্দটি হলো 'অনশন'- যা রাজনীতিবিদ, আন্দোলনকারী কিংবা জেলবাসীদের খুব প্রিয় শব্দ। এবার অশনের অর্থ বুঝলাম।

আবার একটি শব্দ বললেন- 'আয়াস'। অনেকে এর উত্তরে বললেন- আরাম ক'রে অর্থাৎ আয়েস-এর সাথে, এরকম উত্তর। তিনি আবারও এ শব্দটির বিপরীত শব্দ বলেই সবাইকে এর অর্থ বোঝালেন। এর বিপরীত শব্দ হলো- 'অনায়াস'। মানে বিনা কষ্টে আমিও উত্তরটি বুঝে নিলাম।

বুঝলো আশেপাশের সবাই। বৃষ্টি থেমে গেছে। বাচাল লোকটির কথা শুনছিলাম তন্ময় হ'য়ে। ভাবলাম লোকটি নিশ্চয়ই কোনো কবি-সাহিত্যিক বা সাংবাদিক? আবার নাও হতে পারে। তাঁর বাচ্চাও কী মাস্টারমাইন্ডে পড়ে? তবে বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোয় আমার আর ক্ষোভ থাকে না।

বরং লোকটির প্রতি শ্রদ্ধা জন্মে। আমি হাঁটছি রোড নম্বর বত্রিশ থেকে সাতাশ এর দিকে। আর গুনগুন করে গাইছি... মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা... 30.08.2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.