যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। তুমার সাথে আছে আমার অনেক সৃতি।
তুমি তা কি করে ফেলিবে মুছি?,
কখনো তা পারবে না।
তুমার সাথে আছে যে আরো
একটি প্রাণ,আরো একটি মন।
তুমি সে মন,প্রাণ কি করে বিন্যাস করিবে?,
সে মন আর প্রাণ যে, চির অমর,চিরঞ্জীব।
তুমার সাথে আছে আমার অনেক সৃতি। তা-যে,
গাথা আছে তুমার মন,প্রাণে জন্ম-জন্মান্তরের লাগী।
তুমি তা কি করে ফেলিবে মুছি?।
তুমি চায়লেও পারিবে না ভূলিতে আমায়।
আমি যে আছি তুমার বুকের প্রাণ হয়ে,
তুমি আছ আমার বুকের প্রাণ হয়ে।
মোদের এ বাধন অনন্তকালের লাগি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।