আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশী হাতে বাংলার শোভা--- মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা

এক ভীনদেশী তারা

বন্ধুরা, আমার হোস্টেল রুমমেট সুদীপ ছেত্রী একজন নেপালী। সে আমার খুব ভাল বন্ধু। হঠাৎ ভাবলাম যে তোমাদের সাথে তার পরিচয় করিয়ে দেব। কিন্তু বাধা ছিল বাংলা। ও নেপাল থেকে কলকাতা এসেছে পড়াশোনা করতে।

এখন মোটামুটি ভালই বাংলা বলতে পারে। বাংলা কে ভালবাসে আর সে আশা করে যে একদিন ভালভাবে বাংলা শিখে তোমাদের সাথে ব্লগিং করবে। তাই এটা হল সুদীপ ছেত্রী এর সাথে তোমাদের পরিচয় পর্ব। দেখো তো কেমন শেখাচ্ছি বাংলা ভাষা? সুদীপ এর নিজ হাতে লেখা ফোনেটিক কীবোর্ডে বাংলায় পরিচয় পর্ব :: "আমার নাম সুডীপ ছৈত্রী। আমি বাংলা লিখতে সিখছি।

আমি কোলকাতা তে ঠাকি। আমি আমার বন্ধু অসীম সরকার ঠেকে বাংলা টা সিখেছি। আমি গরেডুাটিোন কোরছি। বাংলা লেংগুজ টা ভালো,টায় আমি সিখতে চেসটা কোরছি। আমি বাংলা টা সিখে এ বলোগ এ আসবো।

এখান ঠেকে ভালো জিনিস জানা জায় আমি ডেখেছি। " তাকে অন্যান্য বাংগালীবন্ধুর মত বন্ধু হিসেবে পেলে কেমন লাগবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।