সন্ধ্যা হয়ে আসছে। ভ্যাপসা একটা আবহাওয়া। প্রচন্ড গরম লাগছে, একটু বৃষ্টি হলে ভালো হত। ঘুম আসছেনা। ভাবছি, ভাবছি বললে ভুল হবে,কিছু একটা নিয়ে ভাবার চেষ্টা করছি।
আমরা সবাই জানি বাঙ্গালী আবেগপ্রবন জাতি, সবসময় তাই শুনে এসেছি। আবেগ আমারও আছে,আমাদের সবারই আছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই কত ভয়ানক খবর চোখে পরে। তা দেখে আমরা কষ্ট পাই,ভাবি,তর্ক করি,দেশটার কি হবে তা নিয়ে চিন্তা করি। university’র কেন্টিনে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে কত বিষয় নিয়েই না আলোচনা হয়!!রাজনীতি,সাহিত্য,বিজ্ঞান,প্রযুক্তি আরো কত কি!!আমি রাজনীতি বুঝিনা, সাহিত্য বিজ্ঞান বুঝিনা।
আমি আবেগ বুঝি, আবেগ নিয়ে খেলা করি। দেশ নিয়ে আমিও চিন্তা করি। নিজের ভিতরে ভিতরে নিজেই এক দ্বন্দ্বে ভুগি,বিষন্নতায় ভুগি।
এই দ্বন্দ্বকে আমি রাজনৈতিক মেনিফেস্টের আদলে বিশ্লেষণ করতে চাইনা, যুক্তি তর্ক দিয়ে খন্ডাতে চাইনা। ভালোবাসা দিয়ে বুঝতে চাই।
সভ্যতা যতই যান্ত্রিক হোক না কেন, ভালোবাসা ছিলো, ভালোবাসা এখনো আছে। ভালোবাসা, আবেগ ছিলো বলেই ভাষার জন্য যুদ্ধ হয়েছে,স্বাধীনতার জন্য হাজারো মা বোন তাদের ইজ্জত বিসর্জন দিয়েছে।
এখন আমরা স্বাধীন দেশে বাস করছি। এই স্বাধীনতার জন্যই কত ছুটোছুটি, কত রক্ত, কত আন্দোলন, কত আকুলতা!! আমরা স্বাধীনতা পেয়েছি, ভাষা পেয়েছি, নিজের একখন্ড জমিন পেয়েছি। কিন্তু ছুটোছুটি শেষ হয়নি।
এখনো ছুটছে মানুষ। অর্থের পেছনে, ক্ষমতার পেছনে,আভিজাত্যের পেছনে। আজ খবরের কাগজে দেখলাম ফেন্সিডিলসহ আটক হয়েছে এক মেজর। তারতো সব আছে, ক্ষমতা আভিজাত্য সব সব...!!! তারপরও এ তার কেমন ছুটে চলা? শুধুই কি অর্থ?? অর্থ মানুষকে এত নিচে নামিয়ে দিতে পারে?? মানুষের ভিতরে সত্তা বলে কি কিছু নেই???
যাই হোক আমি এত কঠিন আলোচনায় যেতে চাইনা এসব নিয়ে ভাবার মত আরো অনেক লোক আছে। তারা ভাবে।
যা ভাবে তা করার চেষ্টা ও করে। আর সেজন্যই হয়ত পৃথীবিটা এখনো বাসযোগ্য আছে!!খালি মুখে ভালোবাসি বললে যেমন ভালোবাসা হয়না, তেমনি আবেগের বুলি আওড়ালেই দেশপ্রেমিক হয়না। কাজে ও কর্মে তা প্রকাশ করতে হয়।
আমাদের দুটি হাত আছে, একটি মাথা ও একটি মুখ আছে। আর কিছু না পারি; মাথা খাতিয়ে একটু চিন্তা করতে পারি,হাতে অন্তত একটি কলম তুলে নিতে পারি...তাই নয় কি????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।