তোমার একটি প্রশ্ন এঁকে দিতে পারে প্রশ্ন চিহ্ন তোমার সব আবেগের উপর। সব আবেগ বিশ্বস্ততার অভাবে, তবুও বল আবেগ ছাড়া কে বাঁচে? তবুও তাকে শুদ্ধ হতে হয়, যখন সব আবেগ এক আবেগে মেশে। আবেগের তোলপাড় আবেগ জুড়ে, যখন বিষণ্ণতায় আবেগ ঝড়ে। সময় লাগে কিছুটা আবেগের, সে বঝেনা কারুকাজ বিবেকের। যা বিবেক মেনে নেয় সহজে, পারেনা আবেগ তাকে নিজের থেকে হারাতে। আবেগকে চিনতে হলে ছোও তাকে আবেগ দিয়ে, বিবেকের চোখ দিয়ে দেখনা আবেগটাকে। কান্না হাঁসির দোলায় দোলায় দুলবে যখন আবেগ, কি করছ বলবে তোমায় বিবেক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।