এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
আবেগ জিনিষটা কি খুব খারাপ? আজকাল আমার কাছে আবেগটাকে আর ভাল লাগছেনা।
আবেগ অনেক ক্ষেত্রেই মানসিক অস্তিরতার সৃষ্টি করে। প্রত্যেক মানুষেরই আবেগ থাকে। লোক বিশেষে কারোও বেশি কারোও কম; এই পৃথিবীতে প্রত্যেকটা বিষয় প্রতক্ষ ও পরোক্ষভাবে প্রাসঙ্গিক;
যদি এমন হয় ...........
আবেগ< মানসিক অস্তিরতা< মানসিক অশান্তি< উত্তেজনা< ত্রোধ< ধংস্ব
এই ধারায় চললে যুক্তিবিদ্যার ভাষায় বলতে হয়, আবেগ থেকেই ধংস্ব। তাই আজ থেকে আমি আমার আবেগকে প্রশমিত করবো যেভাবে ত্রোধকে প্রশমিত করছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।