চোখের বদলে চোখ নেওয়ার নীতি গোটা পৃথিবীকে অন্ধ করে ফেলেছে...গান্ধীজি গাছে কাঠাল গোফে তেল।আমারও ঠিক সেই অবস্থা।এখনো বিয়ে করিনি।অথচ বাসর রাতে বউকে কি গান শোনাবো সেই টেনশনে রাতের ঘুম হারাম করছি।ফাজলামি বলতে যা বোঝাই আর কি।তো প্যাচাল না পেড়ে আসুন দেখি সেই গানটি কি??? যদি কোন দিন ~~অর্থহীন (অসমাপ্ত ১) যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে আমার গাওয়া গান গুলো যা ছিলো তোমার জন্যে যদি ভূলের বশে শুনতে ইচ্ছে করে আমার লেখা গান গুলো যা ছিলো তোমায় নিয়ে নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শোনো গান চুপটি করে কেউ জানবে না যে ঘুমন্ত শহরে তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহুর্তে আকাশের তারা হয়ে দেব তোমা্য আলো যখন চারিদিক অমাবশ্যাই কালো যদি মনের দু'চোখ বেয়ে আসে চোখের জল মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শোনো গান চুপটি করে কোন এক সকালে কোন দূরদেশে তুমি দেখবে আবার পায়ের চিহ্ন ঐ শুকনো তুষারে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে। ডাউনলোড লিংক কোন অবিবাহিত ভাইয়ের মাথায় যদি আমার মত ভূত থেকে থাকে তাহলে আপনাদের গানও শেয়ার করে যান।কোন বিবাহিত ভাইও যদি আমার মত করে আগেই ভেবে থাকেন,তাহলে কি গান শুনিয়ে ছিলেন জানিয়ে এই অভাগাদের একটু নির্মল বিনোদন দিয়ে যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।