আমাদের কথা খুঁজে নিন

   

আক্রান্ত সুন্দর

শৈশবের উঠোনে ছড়ানো দুয়েকটি তাজা বকুল টেবিলের রাখা ফুলদানিতে ফুল নেই দোকানে বাহারি ফুল জমা আছে থরে বিথরে বর্ষার কদম ফুলটি নেই। নেই বলেই ফিরে এলাম শূন্য হাতে। ও পথে আর হাঁটি না একদিন হঠাৎ বিকেলের সমস্ত সৌন্দর্য একটি নীল পরিকে ঘিরে নাচছিল টলটলে দিঘির পাড়ে। ও পথে গেলেই স্মৃতির কাটা টের পাই এসব ভেবেই ও পথে আর যাই না। প্রাচীন লিপিগুলো আমার চোখের সামনে নড়ে ওঠে আর উড়তে থাকে একেএকে আর সংখ্যাগুলো গুপ্তচরের মতো আমাকে অনুসরণ করে প্রতিদিন। আমি দেখেও না দেখার মতো পা বাড়াই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।