আমাদের কথা খুঁজে নিন

   

আক্রান্ত ঢা.বি., আক্রান্ত সাংবাদিকতা, আক্রান্ত গণতন্ত্র আর বিজয়ী জলপাই রং!!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

বলতে পারেন, গণমাধ্যমগুলো আজ কি স্বাধীন? গতকাল মধ্যরাতের আগ পর্যন্ত বিভিন্ন চ্যানেলে খুব রাখ-ঢাক করে ঢাবি সংবাদ প্রকাশ করা হয়েছে। অনেক ক্যাম্পাস প্রতিনিধির আনা লাইভ সংবাদেও না কি কাঁচি চালানো হয়েছে ! উপরের কার নির্দেশে? পুলিশরা আক্রমণ করেছে ছাত্রদের, শিক্ষকদের, জান-বাজি রেখে সংবাদ নিতে আসা সাংবাদিকদের। কেন তারা সাংবাদিকদের ফটো কিংবা সংবাদ ধারণে বাধা দিল? যদি ছিত্ররা অন্যায় কিছু করে তবে, সারা দেশবাসী তা-ই দেখতো। আমাদের তো আপত্তি নেই- সমস্যা তো তাদের কেননা তারা কানসাট আর গার্মেন্টসকর্মীদের মতো করে আমাদের উপর হামলে পড়েছে। কিন্তু কার নির্দেশে? এখন তো আর সেই অত্যাচারী সরকার নেই! গণতন্ত্রের প্রবক্তা সরকারের রাজত্ব এখন।

তবে? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র-শিক্ষকদের প্রতি কেন এই আক্রোশ? তারা সচেতন বলে? তারা জানে বলে যে, সামরিক সরকার কতো ভয়ংকর? সমগ্র দেশবাসী জানে ঢাবি-তে কি চলছে, অথচ আইন উপদেষ্টা বলেছেন তিনি নাকি কিছুই-ই জানেন না, তাকে কিছুই জানানো হয়নি। (সূত্র: বিডি নিউজ) সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হচ্ছে, গতকাল প্রো-ভিসি স্যার আহত হয়ে যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন, তখন আমি নিজ সেখানে উপস্থিত ছিলাম। অন্যান্য স্যাররা আমাদের সামনেই বলাবলি করছিলেন, যে পুলিশরা প্রো-ভিসি স্যার কে আঘাত করল, তারা কি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকদের আদৌ চিনতো না? অথচ আজ প্রথম আলো খুলে দেখুন- তারা লিখেছে ছাত্ররা নাকি প্রো-ভিসি স্যার-কে আঘাত করেছে! এই হলদে সাংবাদিকতার পেছনে কি তবে সামরিক সরকারের চাপ রয়েছে? নিজের অবস্থান ধরে রাখতে যেখানে নতজানু হলো প্রথম আলো। সর্বশেষ সংবাদ- মধুর ক্যান্টিনে প্রেস০ব্রিফিং চলাকালে, ছাত্রদের উপর আবার হামলা। বিস্তারিত জানা যায় নি।

তবে কাদের রাগ আমাদের উপর? ছাত্রদের? না। শিক্ষদের? না। তবে কার? সরকারের? সামরিক বাহিনীর? আপনারাই ভেবে দেখুন! আমরা আবার আরেকটা '৯০-এর গণ অভ্যুথ্থানের অপেক্ষায় আছি- এবারো যুদ্ধ জলপাই-রঙাদের বিরুদ্ধে, তবে এবার তারা পর্দার অন্তরালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।