i`m what i`m. আসলেই কি আক্রান্ত হতে চলেছে গণমাধ্যম কর্মীরা? এই তো যখন লিখছি তখন কারওয়ান বাজারের বিএসইসি ভবনের নীচে গণমাধ্যম কর্মীরা গিজগিজ করছে। অপেক্ষায় আরো একজন জেষ্ঠ্য গণমাধ্যম ব্যক্তিত্বর গ্রেপ্তার হওয়ার খবর সংগ্রহের জন্য। মাহমুদুর রহমান আমার খুব পছন্দনীয় কোন ব্যক্তিত্ব নন। কিন্তু একই পেশার বলে একটা দায়বোধ চলে আসে। একটি পত্রিকার সম্পাদক আর যাই হোক যা-তা ব্যাপার নয়।
একটা ভেতরের খবর পরিবেশন করতে বর্তমান পরিস্থিতিতে অনেক চড়াই উতরাই পার হতে হয়। সেখানে বিচারকের স্কাইপের অতো গুরুত্বপূর্ণ কিভাবে তিনি প্রকাশ করলেন সেটা অন্য রহস্য হতে পারে। কিন্তু সেটা খবরের গুরুত্ব তো বহন করে! না কি ধরতে আর অন্য কোন কারণ লাগে না? রাষ্ট্র যন্ত্র চাইলে সব পারে। রাতের আঁধারে পারে। দিনের আলোতে পারে।
চোখের সামনে পারে। আড়ালেও পারে। তাই বলে গণমাধ্যমের কন্ঠরোধ করে পার পায় না। অতীত বলে সেটা কখনো হয়নি। আর যারা এটা করে তাদের ঠাঁয় হয়েছে বিস্মৃতির অতলে।
রাজনৈতিক সিদ্ধি হাসিলের আরো অনেক উপাদান আছে। দয়া করে গণমাধ্যমের প্রতি নির্মম না হলে কি আপনাদের চলে না? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।