আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে সীতাকে হরণ করেছিল রাবন

অযথা ক্যাচাল পছন্দ না, তাই তালগাছবাদীরা দূরে থাকুন নতুন সাইট তৈরীর কাজে ব্যাস্ত থাকায় অনেকদিন প্রিয় সামুতে ঠিকমতো আসতে পারিনি, আজ তাই অসুস্থ শরীর নিয়ে ও চমৎকার একটা জিনিশ শেয়ার করছি। রামায়ন মহাভারত কে আমরা অনেকেই এখন মিথ ধরে নেই, কিন্তু আমি যদি বলি এগুলোর সত্যতার প্রমান আছে, তবে কেমন হয়? সবাই ঝাপিয়ে পরবে আর বলবে প্রমান দাও। হ্যা এবার সেই সময়কালের স্থাপনাগুলোর ছবিসহ প্রমান দিচ্ছি। আপনাদের এখন ঘুরিয়ে নিয়ে আসব সেই রামায়নের সেই সময়ের স্থাপনা গুলোতে। যেখানে রাবন নিয়ে গিয়েছিল সীতাকে- যেখান থেকে রাম যুদ্ধ করে ফিরে এসেছিলেন বীরের বেশে।

এই সেই অশোক বটিকা যেখানে সীতাকে লুকিয়ে রেখেছিলেন রাক্ষস দের মাঝে- যেখান থেকে সীতার দেখা পেয়ে হনুমান নিশ্চিত হয়েছিলেন সীতা দেবীর সম্পর্কে- এই সেই রাবনের সেই প্রাসাদ যেটা হনুমান পুড়িয়ে দিয়েছিল এই সেই সুগ্রিবের গুহা লক্ষন কে বাঁচাতে সঞ্জীবনী পর্বত থেকে ঢাল তুলে এনেছিলেন হনুমান। এই সেই সঞ্জীবনী পর্বত সেই সেতুর কথা মনে আছে যেখান দিয়ে রাম পার হয়েছিলেন উত্তাল সমুদ্র। সেই সেতুর চিহ্ন এখনো মুছে যায়নি। আজ এই একুশ শতকে এসে আমরা খুঁজে পেয়েছি সেই রাম সেতু। এই সেতু ভারত এবং শ্রীলংকার মাঝে তৈরিকৃত এক সেতু যাকে আমেরিকা মনে করে আদম এর সেতু।

তারা মনে করে আদম নাকি এই সেতু বানিয়ে পাড়ি দিয়েছিল ভারত মহাসাগর। কথা হল তাহলে কেন অন্য কোন সাগর মহাসাগরে এরকম কোন সেতু নাই। এর উত্তর কারো কাছেই নাই। এর সহজ উত্তর হল আদমের সেতু নামে যে সেতু এখানে আছে এই সেতু শ্রী শ্রী রাম চন্দ্রের বানানো সেই সেতু। আসুন দেখে মুগ্ধ হই সেই সেতু- ভারতের মানচিত্রে দেখা যাচ্ছে সেই সেতু গুগল থেকে পাওয়া ছবি প্রাচীন ভারতীয় ম্যাপ এ দেখা যাচ্ছে সেই সেতু ১৭ লক্ষ বছরের পুরানো সেই সেতুই প্রমান করে রামায়নের কাহিনী কোন মনগড়া কাহিনী নয়।

এটা এক সত্য ঘটনা যেটা আসলেই ঘটেছিল। এই সেই ভাসমান পাথর যেটা দিয়ে বানানো যেটাএ মত আরো অনেক পাথর দিয়ে বানানো হয়েছিল সেই সেতু। অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি এই পোষ্ট টি সনাতন এর এই পেইজ থেকে কপিকৃত । এবং যারা হিন্দু ধর্ম নিয়ে জানতে চান আরো তাদের কে আমাদের সাইট সনাতন এ স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.