মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা । বানর সমাচার মা মাটি আর বাংলারে স্মরণ করি ভাই স্বাধীন হওয়া বাংলাদেশটার কোন সমস্যা নাই। কি আছে নাকি? কেউ যদি বলে দেশের সমস্যা আছে কাছে গিয়া কানটা ধরেন, আনেন আমার কাছে। চোখটা খুইলা ভাল কইরা তাকান একটু কাছে বানররা দেশটা চালায়, এমন কোথাও আছে? আরে আছে নাকি? তিড়িং বিড়িং লাফায় বেড়ায় এ ডাল ও ডালে আমজনতা আপনারা সব,নাগাল পান না কালে। আরে বায়ান্ন উনসত্তর একাত্তরে ভাই কি হইছিল কি ঘটছিল জানার দরকার নাই। কি দরকার আছে নাকি? বায়ান্ন একাত্তরে বিশ্বাস করেন যারা কবিতা পড়ার দরকার নাই, ঘুম দেন তারা। ভাষার মাসেও ভাষায় যাদের কোন শ্রদ্ধা নাই আমি বানর এই দেশেরই,তারাই আমার ভাই। শহীদ মিনারে জুতা পরে উঠেন সকলে প্রমাণ করেন সবাই বানর দেশের মঙ্গলে। কি নিজেরে বানর প্রমান করবেন তো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।