প্রিয় কবিতা সিরিজের ২য় পোস্ট । আজকের কবি সমীর রায় । ঠোঁটের কাঁপন দেখি ইলোরার পাষাণে পাষাণ হয়ে ঢুকেছি হৃদয়ে প্রেম নেই ছায়া নেই মৃত রূপ পড়ে আছে পাষাণে পাষাণে! মন্দিরে শৃঙ্গার দেখেছি মুগ্ধ ধ্যান হয়ে ঢুকেছি ভিতরে ভালোবাসা মেঘ হয়ে উড়ে গেছে নীল নীল ধানের শিকড়ে এইমাত্র যে মেয়েটি চোখের মুদ্রায় সাগর নাচালো আমি নিজে ভেলা নিয়ে সে সাগরে ডুবে দেখি আগুন লেগেছে জলে মান্দাস ছাই হয়ে ভেসে গেল পুড়ে! মনে হয় প্রেম বুঝি নেমে গেলো বুকের ঘুঙুর থেকে পায়ের নুপুরে! তবে কেন পৃথিবীতে এতো ফুল এতো ফুল রং ঢালে মাটির সরায়! প্রেম ছিল এখনো রয়েছে কিছু সাধনায় অবহেলা দেখে চলে গেছে মরুর মালায় আমি এক ধু ধু বালি চিরে ঠোঁটের কাঁপন দেখি বেহুলার শুক্লা জ্যোত্স্নায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।