ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করার প্রতিবাদে আগামী রোববারের হরতাল থেকে আন্দোলনের শুরু হবে। সরকার ঢাকা সিটিকে ভাগ করার সিদ্ধান্ত থেকে না সরলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরতে বাধ্য করা হবে....প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই কথাগুলি। ব্যক্তিগত ভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষে নিয়ে বলছি না, শুধু একটাই কথা কেনো এই ভাগ !!!??? আশা করি এই সিটির কোনো জনগন এই ভাগ চায় না কতিপয় আঃলীগের নেতা ছাড়া। তবে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি, যদি আপনার কতিপয় বিশেষ-অজ্ঞ ! দের পরামর্শে এটি করে থাকেন, তাহলে সেটি হবে একবারেই আত্মঘাতী সিদ্ধান্ত, যেটির ফল আগামী নির্বাচনে জনগন দিবে.... আমরা এই হরতালকে সমর্থন করে তীব্র প্রতিবাদ জানাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।