Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality
; ছোটবেলায় আমাদের পাশের বাসায় আমার এক মোটাসোটা বন্ধু থাকত। প্রায়ই তার সাথে আমার টুকটাক ঝগড়াঝাটি হইত। তার মাথায় দুষ্টু বুদ্ধিও আল্লাহ একদম টইটুম্বুর করে দিয়েছিল। সে প্রায় সময়ই আমাকে মেরে আরেকজনের পিছনে গিয়ে লুকাইত।
মহা মুশকিল! আমি যদি তারে মারতে চাইতাম তবে মাইর লাগত সেই মধ্যবর্তি ছাওয়ালের গায়ে! কি মুশকিল। মাঝখান থেকে যে মাঝে থাকত সে দুই পক্ষেরই মাইর খাইত!!
আমাদের জনগনের অবস্থা হল এখন সেই রকম। দুই দল ছোঁয়া-ছুই খেলে। মাঝখান থেকে কিল-গুতা আমরা খাই! বলি, মানুষ যখন রাস্তায় পুড়ে তখন তোমরা কি 'মানুষ কেন পুড়ে' এই শীর্ষক টক-শো'ই করতে থাকবা?
ক্ষমতা নিবা তোমরা দুইজন
সুবিধা নিবা তোমরা দুইজন,
দুর্নীতি করবা তোমরা দুইজন!
তা মরবার বেলায় আমরা মরব কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।