আমাদের কথা খুঁজে নিন

   

চেতনায় '৭১

আমার কথা একটু বলি। আমার ছোটোবেলা কেটেছে সীতাকুণ্ডে। আমি ছোটোবেলায় সীতাকুণ্ডে পড়াশোনা করলেও ক্লাস ৫ হতে চট্টগ্রাম(পতেঙ্গা) চলে আসি। অনেকেই আছে যারা ছোটোবেলা থেকেই প্রযুক্তির মাঝে বড় হয়েছে। আমার ক্ষেত্রে তেমনটা ঘটেনি।

আমি প্রথম কম্পিউটার দেখি ক্লাস ৯ এ,স্ক ১৯৬৯ সালের এই ছেলেটি ঢাকার রাস্তায় যেন মিছিলে নেতৃত্ব দিচ্ছিলো। এই ছবিটা তুলেছিলেন বিখ্যাত আলোকচিত্রী রশীদ তালুকদার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ছবিটা তোলার মিনিটখানেকের মধ্যেই পুলিশের গুলিতে মিছিলের নেতৃত্ব দেয়া বাচ্চাটি মারা যায়। আমাদের গৌরবময় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিলেন ভিনদেশী কিছু মমতাময় মানুষ। অস্ট্রেলিয়ান নাগরিক ওডারল্যান্ড যিনি এ দেশের মানুষের অধিকার আদায়ের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

যুদ্ধ শেষে পেয়েছিলেন বীর প্রতীক খেতাব। তোমায় ভুলিনি ওডারল্যান্ড। ১৯৭১ সালে একটি ট্রেনিং ক্যাম্প এই তিনটি ছবি এই ফেসবুক পেজ থেকে নিলাম ঠিক করলাম এখন থেকে যেখানেই এ ধরনের দুষ্প্রাপ্য ছবিগুলো পাব... এ পোষ্টে এনে রেখে দেব। যখন ইচ্ছে সবগুলো একসাথে দেখতে পাবো. (আমার মনে হয় না বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ থাকতে এর কোন প্রয়োজন আছে.. আমি এখন থেকে অধিকাংশ সেই আর্কাইভের] ছবিই পোষ্ট করব.. নিজের কাছে অন্তত সান্তনা পাব.. স্যালুট জাঁ ক্যুয়ে! Chuknagar: The largest genocide during the Bangladesh Liberation War in 1971: ২৩শে মার্চ, ধানমণ্ডির বাড়িতে উৎফুল্ল জনতার মাঝে স্বাধীন বাংলার পতাকা তুলে ধরলেন বঙ্গবন্ধু। রায়েরবাজার বুদ্ধিজীবি হত্যা: ঐক্যবদ্ধ ঢাকার মেয়েরা.. ঘাঁটতে ঘাঁটতে এখান থেকে আরও অনেক পেলাম... Pakistani soldiers surrendering on the 16th December 1971. © Aftab Ahmed/Drik/Majority World Sheikh Mujibur Rahman on his return to Bangladesh from Pakistan. 10th January 1972 © Rashid Talukder/Drik/Majority World Children amidst shells. © Abdul Hamid Raihan/Drik/Majority World আরেকটি সাইটে পেলাম.. The streets of Dhaka. Eerily empty on the morning of March 26, 1971 In anticipation of a military crackdown, acitivists put up barriers: Scenes of destruction after the Pakistani Army rampage on the night of March 25: By Bruno Burbey:হরিণগাতা রিফিউজি ক্যাম্প,বর্ষা মৌসুম,১৯৭১ By Raymond Depardon: December 1971. "Razakars", collaborators, have just been executed at a train station.(বর্তমানেও ওইগুলারে এইরকম করতে ইচ্ছা করে।

) By Raymond Depardon:BANGLADESH. Khulna. Razakars (collaborators) under the threat of Mukti-Bahini. December 17th, 1971. by abbas:EAST PAKISTAN. Dacca. A family lies dead in their courtyard which was rocketed by Indian Mig jetfighters. by abbas:EAST PAKISTAN. Dacca. Flags of the newly born Bangladesh are sewed for sale in the market.(সদ্যজাত বাংলাদেশে স্বাধীন বাংলার পতাকা সেলাই করে বিক্রি করা হচ্ছে) By Raymond Depardon:BANGLADESH. Indo-Pakistani conflict. Bengali fighters(মুক্তিযোদ্ধারা). November 1971 By Marilyn Silverstone Refugees going from the Begra border to Bengaon (from Barisal) are given food. By Marilyn Silverstone: প্রায়একহাজার ভলান্টিয়ার নিয়ে আর্মির ট্রেনিং ক্যাম্প By Raymond Depardon: তৎকালীন পূর্ব পাকিস্তান, 'যশোর রোডে' ভারতীয় ট্যাঙ্ক, ৯ই ডিসেম্বর,১৯৭১। [EAST PAKISTAN. An Indian tank on Jessore road. December 9th, 1971.] By Raymond Depardon: শরণার্থীদের এই ছবিটা দেখে আমার বুকের মাঝে কেমন করে উঠল.. নভেম্বর ১৯৭১। By Marilyn Silverstone: BENGLADESH. 1971. Mukti Fauj, the Liberation Army. Some of the 1000 volunteers of the Mukti Bahini (Liberation Army). আগরতলা বিমানবন্দর ট্রানজিট ক্যাম্প,রিফিউজিরা খাবারের লাইনে দাঁড়িয়ে আছেন(তখন ট্রানজিট ক্যাম্পে ৬ ঘণ্টার বেশি রাখা হলে রিফিউজিদের খাবার রান্না করে দেওয়া হতো)। তখন একে তো ত্রিপুরায় খাবার পৌঁছানো ছিল কষ্টকর.. তার উপর রিফিউজিই ছিলেন ১১ লক্ষ,যেখানে ত্রিপুরার লোকসংখ্যা ছিল ১৫ লক্ষ। প্রতিদিন খাবারের প্রয়োজন ছিল ৬০০ টন সেখানে US airlift দিত ২০০ টন।

সেটাও ১৮ই জুলাই,১৯৭১ এর পর বন্ধ হয়ে যায়। তখন Indian airforce lift খাবার বিতরণ শুরু করে কিন্তু তারা দিনে মাত্র ১০ টন দিতে পারতো... কি ভয়াবহ অবস্থা ছিল,চিন্তা করুন.. By Abbas: EAST PAKISTAN, Near Burinda. December 1971. Pakistani soldiers drag the corpse of an Indian soldier, killed in a battle. সৈয়দপুরের এই হারামির পরিচয় বের করতে পারিনাই..কারো জানা থাকলে বলেন। [EAST PAKISTAN. Saidpur. A local leader adresses a rally organised by the Pakistani Army. Most of the attendees are Biharis who sided with the army.] [EAST PAKISTAN. Near Thakergaon. Refugees flee the fronline battle between Pakistani and Indian troops.] দারুণ একটা পজিশন ক্যামেরাম্যানের! [EAST PAKISTAN. Dacca. A cameraman takes cover while filming Indian Mig fighters firing rockets at Pakistani positions in the city.] ১৬ই ডিসেম্বর,১৯৭১ এর প্রথম পতাকা সম্ভবত এইটাই [EAST PAKISTAN. Dacca. December 16, 1971. Under the armed protection of an underground Mukti Bhani guerilla, the first flag of the new Bangladesh is hoisted on the roof of the public radio, when the cease-fire between Pakistani and Indian troops is announced. This paves the way to the independence of Bangladesh.] পাক-হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর পশ্চিম পাকিস্তানে কারারুদ্ধ বঙ্গবন্ধু'র স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন.. [EAST PAKISTAN. Dacca. After the surrender of the Pakistani Forces, well wishers are greeted, in her home, by the wife of Sheikh Mujibur RAHMAN who is in detention in West Pakistan.] হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কর্ণেল কে.এস.পান্নু(সেকেণ্ড লেফট প্যারা রেজিমেন্টের কমাণ্ডার) কে অভিবাদন জানাচ্ছেন বাঙালিরা... কর্ণেল পান্নুর রেজিমেন্টই ঢাকায় প্রথম প্রবেশ করে.. [EAST PAKISTAN. Dacca. December 16, 1971. In front of the Intercontinental hotel, Col. K.S.PANNU, commander of the 2nd Para Regiment (left) is welcomed by Bengalis celebrating the cease-fire between Pakistani and Indian troops which will lead the way to the independence of Bangladesh. The colonel's regiment was the first to enter Dacca.] রাজাকারদের একটি দল [EAST PAKISTAN. Near Burinda. A section of armed Razakars, militia which helps the Pakistani Army.] By Raymond Depardon: মুক্তিবাহিনীর হাতে বন্দি রাজাকারের দল.. [Pakistan. 17 décembre. Razakars (collaborateurs) prisonniers des Mukti Bahini à Khulna.] বাচ্চাদের দুধ বিতরণ করা হচ্ছে [Bruno Barbey : Milk distribution.] Abbas: ভীত পাকি সৈন্য [EAST PAKISTAN. Boda (North of Saidpur). December 1971. A frightened Pakistani soldier takes cover from Indian artillery in a bunker] পাকিরা পালানোর আগে ব্রিজ ভেঙে দিয়ে যাচ্ছে [EAST PAKISTAN. Boda (North of Saidpur). Pakistani soldiers set explosives on a strategic bridge to be blown up if they have to retreat in case of the advance of the Indian Army.] হরিণগাতা রিফিউজি ক্যাম্প [Bruno Barbey: Haringata refugee camp.] রিফিউজি,কলকাতা মুক্তিযোদ্ধারা.. যুদ্ধের শিকার এক বাঙালি রমণী.. [EAST PAKISTAN. Near Saidpur. December 1971. Civilian Bengali refugees on the road, escaping the frontline battle between Pakistani and Indian troops. A woman in burqah cries, surrounded by her children.] বিহারি মিলিশিয়াদের হাতে শহীদ এক বাঙালির লাশ [EAST PAKISTAN. Dacca. Civilians unhearth the corpse of a Bengali executed by the Bihari militia who supported the Pakistani forces at war with Bangladesh] মুক্তিবাহিনী ট্রেনিং ক্যাম্পে সেক্টর কমাণ্ডার মেজর খালেদ মোশাররফ। তখন তার বয়স ছিল ৩২। [Marilyn Silverstone One of the important sector commanders of the Mukti Bahini (Liberation Army) is Major Khaled MUSHARRAF (32), who was a brilliant young regular officer in the East Bengal Regiment. There is no question of ultimate victory. He is confident, and time depends only and how much arms they get. The Liberation Army training camp is in the Eastern sector of Bangladesh. At this camp, one of many already in operation, 600 volunteers, schoolboys, village youths, shopkeepers are receiving training on machine gun and light machine guns.] বিজয়ের বাঁধভাঙা আনন্দ [EAST PAKISTAN. Dacca. December 16, 1971. An emotional underground Mukti Bhani guerilla hugs his companions when the cease-fire between Pakistani and Indian troops is announced. This paves the way to the independence of Bangladesh.] "..Major Ziaur Rahman brodcasted the declaration of independence on behalf of Sheikh Mujibur Rahman which was a moral boosting impact to the nation that an army major is on the side of Sheikh Mujib. He was quoted in international media as the provisional Commander-in-Chief of the Liberation Army..." source: Audio of Zia’s announcement (An interview with Belal Mohammed who requested Zia to give the speech) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের PDF এখানে।

(..চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.