আমাদের কথা খুঁজে নিন

   

দোয়েল!

আজ ও কাল ইএশিয়া-২০১১ মেলায় (আগারগাও চীন-মৈত্রী ভবন) পাওয়া যাবে টেশিসের দোয়েল ল্যাপটপ। ১৩৫০০ থেকে ২৬৫০০, ৩টা মডেল। স্পেশিফিকেশন দেখে স্টল থেকে কিনতে পারেন পছন্দ হলে। মেলা ছাড়াও পাওয়া যাবে টেশিসের টঙ্গী কারখানায়। হেলায় সুযোগ হারাইবেন না, হারাইলে পরবর্তীতে আরো ভাল মডেল পাইতে পারেন! টেশিস ট্যাবলেটও বানাবে ৭০০০ এর ভেতরে। ও হ্যা, ঐখানে ৩০টা হাবিজাবি সেমিনারও হইতাছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।