স্বপ্ন দেখুন, একদিন সত্যি হবেই... দেশের তৈরি ল্যাপটপ দোয়েলের উদ্বোধন হয়েছে মঙ্গলবার। তবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকসহ সরকারের কর্তাব্যক্তিরা দোয়েলের মুখ দেখলেও তা এখনই বাজারে আসছে না। ফলে দেশে তৈরি প্রথম এ ল্যাপটপ আপাতত সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে যাচ্ছে।
জানা গেছে, দোয়েল প্রথমে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ করা হবে। তবে কবে নাগাদ ল্যাপটপ দোয়েল সাধারণের কাছে আসবে, তা এখনো জানা যায়নি।
সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কমিটির সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে জানান, ‘স্বল্পমূল্যের এ ল্যাপটপ প্রথমে সরকারি সংস্থাগুলোকে সরবরাহ করা হবে। পরে সাধারণ জনগণের জন্য বাজারজাত করা হবে। ’
অনুষ্ঠানে উপস্থিত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, ‘আশা করছি খুব শিগগিরই ল্যাপটপ দোয়েল বাজারে পাওয়া যাবে। ল্যাপটপ বাজারজাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করা হবে। এ চুক্তির ফলে সাধারণ মানুষ ঋণ সুবিধা নিয়ে কিস্তিতে ল্যাপটপ কিনতে পারবেন।
’
প্রসঙ্গত, স্বল্পমূল্যে দেশের তৈরি ল্যাপটপ দোয়েল কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী। উদ্বোধনের পর দোয়েল কেন বাজারে আসছে না এনিয়ে ব্লগ ও সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ব্যাপক সমালোচনা শুরু হয়ে গেছে।
আরো পড়তে এখানে ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।