আমাদের কথা খুঁজে নিন

   

দোয়েল পাখি



নতুন কোন বাঁকের মুখে, তীব্র শিষে দোয়েল পাখি জাত খোয়ালী মান খোয়ালী, আর নাকের ফুল সুর ঝরানো আদ্র চোখে খেয়ালী বকুল আমার করে ভাবতে পারি, নিজের পথ খুজতে জানি। চোখের পাতায় জড়ানো কষ্ট, জমানো ঘুমের অনেক বাকি আমার কিছু মনে থাকে না, জড়িয়ে রাখে আঠালো দৃষ্টি একটু যখন কাছেই পেলাম কি বা এমন অনাসৃষ্টি তীব্র শিষে দোয়েল পাখি, ধর্মে আমার মনটা রাখি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।