আমাদের কথা খুঁজে নিন

   

ডানা মেললো দোয়েল

Every emotion have a feelings. But every feelings have no emotion. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো দেশে তৈরি সাশ্রয়ী ল্যাপটপ 'দোয়েল'র। তুলনামূলক কম দামের নেটবুক ধরনের এ ল্যাপটপ তৈরি করেছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা- টেশিস। চার ধরনের ল্যাপটপের দাম ধরা হয়েছে ১০ থেকে ২৬ হাজার টাকা। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত।

গর্বের বিষয় হলো- বিশ্বকে আমরা দেখাতে পারি যে, আমরাও পারি। " উদ্বোধন হলেও সাধারণের নাগালে শুরুতেই আসছে না দোয়েল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, স্বল্পমূল্যের এ ল্যাপটপ/নেটবুক প্রথমে সরকারি সংস্থাগুলোকে সরবরাহ করা হবে। পরে সাধারণ জনগণের জন্য বাজারজাত করা হবে। টেশিসের গাজীপুর কারখানায় গত ১০ জুলাই 'দোয়েল'র পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।

এই ল্যাপটপ তৈরির জন্য প্রাথমিকভাবে ১৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শ ও সহযোগিতায় মালয়েশিয়ার প্রতিষ্ঠান 'থিম ফিল্ম ট্রান্সমিশন' (টিএফটি) এবং কয়েকজন বিদেশি বিশেষজ্ঞের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে টেশিস। ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ তৈরি করা হয়েছে দেশেই। টেশিস ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইসমাইল জানান, দেড় শতাধিক কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়েছে দোয়েল নেটবুক। দোয়েল প্রাইমারি নেটবুক, দোয়েল বেসিক নেটবুক, দোয়েল স্ট্যান্ডার্ড নেটবুক ও দোয়েল অ্যাডভান্স নেটবুক নামে চার ধরনের বাজারমূল্য যথাক্রমে ৮ থেকে ১২ হাজার, ১৪ থেকে ১৬ হাজার, ১৬ থেকে ২২ হাজার এবং ২২ থেকে ২৮ হাজার।

প্রাইমারি নেটবুকে ভিআইএ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যানরয়েড অপারেটিং সিস্টেমের। অন্য তিনটি লিনাক্স অপারেটিং সিস্টেমের। দোয়েল বেসিক নেটবুক ও দোয়েল স্ট্যান্ডার্ড নেটবুকে প্রসেসর ইন্টেল এটম। দোয়েল অ্যাডভান্স নেটবুকে প্রসেসর ইন্টেল পেন্টিয়াম।

দোয়েলের নাম হয়েছে জাতীয় পাখির নামে। এর চারটি মডেলের নামও হয়েছে ঐতিহাসিক চার ঘটনার স্মরণে। ভাষা আন্দালন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে 'দোয়েল প্রাইমারি মডেল-২১০৩', বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্মরণে 'দোয়েল বেসিক মডেল-০৭০৩', স্বাধীনতা দিবস স্মরণে 'দোয়েল স্ট্যান্ডার্ড মডেল-২৬০৩' এবং বিজয় দিবস স্মরণে 'অ্যাডভান্স মডেল-১৬১২' করা হয়েছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত টেশিসে একসময় শুধু টেলিফোন সেটই তৈরি হতো। এবার হাত দিলো ল্যাপটপে।

মোবাইল ফোন সেট তৈরির পরিকল্পনাও হচ্ছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।