আমি যা আছি তাই ভালো। :) প্রথম যখন ক্যাম্পাসে এসেছিলাম তখন দেখতাম সব ডিপার্টমেন্টেই ফেস্টিভ্যাল বা ডে হচ্ছে। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে হয় না। তখন থেকেই প্রতীক্ষায় ছিলাম কখন আমাদের প্রোগ্রাম হবে,ক্লাস,ল্যাব,প্রজেক্ট,ক্লাস্টেস্ট,অনলাইন,অফলাইন এর প্রেসার কে বুড়ো আংগুল দেখিয়ে আমরাও মজা করবো। অবশেষে অনেক প্রতীক্ষার পর গতকাল ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছে সিএসসি ফেস্টিভ্যাল।
মূলতঃ ০৬ ব্যাচের অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রোগ্রাম। ০৭,০৮,০৯,১০ ব্যাচ এর অংশগ্রহণ আর স্যার এবং ম্যাডামদের সার্বক্ষনিক সহযোগিতায় এই ফেস্টিভ্যাল আলোর মুখ দেখেছে। গতকাল বেলুন উড়ানো আর র্যালির মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় ফেস্টিভ্যাল। এরপর বুয়েট ক্যাফের সামনে যা ব্রেকড্যান্স হয় তার বর্নণা আর নাই বা দিলাম। কিন্তু কালকে খুব ই মজা হইছে, সিএসসি রাও যে মজা করতে পারে কাল নিজের চক্ষে না দেখলে বিশ্বাস করতে পারতাম না।
আজ প্রোগ্রামিং কন্টেসট(IUPC),সফটওয়্যার ডেভলপমেন্ট কন্টেসট(SDDC),সেমিনার অন higher studies& career talk এবং ইন্ট্রাভার্সিটি প্রজেকট শো ছিল। আমি অবশ্য SDDC এর screening test এই বাদ পরে গেসিলাম। কিন্তু আমার দুই ফ্রেন্ড ফাইনাল পর্যন্ত গেসে আমি এতেই খুশি। SDDC তে যেয়ে এইটাই মনে হইচে যে আমি বাদে সবাই চরম প্রফেসনাল,এক্সপেরিয়েন্সড,দক্ষ,খুব খুব খুব খুব ই ভালো।
আজ বিকেলের দিকে প্রজেক্ট শোতে গিয়েসিলাম।
অনেক ভালো ভালো প্রজেক্ট এসেছে,NSU,AIUB সহ আরো অনেক ভার্সিটি থেকেই প্রজেক্ট নিয়ে আসছে। খুব দুঃখ লাগতেসিল আমিও যদি একটা প্রজেক্ট নিয়া দাঁড়ায় যাইতাম,ভালোই হত মনে হয়। শুধু একটাই আফসোস,গত আড়াই বছরেও জড়তাটা কাটাইতে পারলাম না।
যাইহোক,আগামিকাল সন্ধ্যায় কালচারাল নাইট। আশা করসি বুয়েট লাইফের আরেকটি স্মরনীয় সন্ধ্যা পেতে যাচ্ছি।
ও হ্যা,আগামিকাল সকালে ঘুড়ি উৎসব হবে,খুবই এক্সসাইটেড। দেখাযাক,কেমন মজা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।