আমাদের কথা খুঁজে নিন

   

BUET CSE DAY কে সামনে রেখে একটি কবিতা



নির্জন সাধনার নিরন্তর পথ ধরে অন্ধকারে ছুটি অমোঘের পিছনে, দু’হাত বাড়িয়ে সামনে অনুভব করি আপন আলো কে। মস্তিষ্কের দেয়াল জুড়ে ছক কাটে ক্লান্ত সময়; ক্ষরনের অবিরাম স্রোতে বিদ্রোহ করে হৃদয়, সংঘাতে সংঘর্ষে নিউরণ ধাবিত হয় শূন্যের দিকে; তবু এক একক সম্ভাবনার আলোতে আবার আমরা ফিরি মহাকালের চোরাবালিতে। নতুন ভাবনার নতুন স্পন্দনে অনুভবে ঋদ্ধ আমরা সংখ্যার স্বপ্নে বুনি নতুন আশার বীজ আমরা আজ ও আগামীর। //**ব্লগে এটাই আমার প্রথম পোস্ট**//

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।