আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্য রোদন ... অব্যক্ত কষ্ট ...ও আমাদের আবারও পাকিস্থানি হতে চাওয়া ...

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা সামু তে লগ ইন করি না অনেক দিন হল ... মাঝে কিছু অনাহুত বিতর্কে জড়িয়ে পড়ার দরুন লিখতে আর ইচ্ছা করত না ... কিন্তু ঘটনা টা দেখে আর থাকতে পারলাম না ... আমি জানি সামু তে আর আগের মত ভালো ব্লগার না নেই ... তবুও ... অরণ্য রোদনঃ পাকিস্থান ক্রিকেট দল এসেছে বাংলাদেশে ... আহা কি মজার খবর ... আমরা আবার পাকিস্থান পাকিস্থান বলে চিৎকার করতে পারবো ... স্টেডীয়ামে গিয়ে পাকিস্থানের পতাকা ওড়াতে পারবো ... মুখে ফ্ল্যাগ একে গ্যালারি মাতাবো ...শত সহস্র মা বাবা ভাই হারানো মানুষদের তাচ্ছিল্য ভরে মুখ ভাঙ্গাতে পারবো ... আহা ভাবতে ভালো লাগছে ... আজ আর কিছু বলবো না ... সামু তে যারা নতুন এসেছে ... তাদের জন্য অনেক আগে লেখা কিছু পোস্ট শেয়ার করবো ... তার আগে এই যে গত হয়ে যাওয়া পাক - বাংলাদেশ টি-২০ ম্যাচের কিছু ছবি দেখেন - আসুন কিছু পোস্ট পড়িঃ ১. এদের চিনে রাখুন, এরা নব্য রাজাকার! ২. আপনি কি নিজেকে একজন বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন ... দেখুন তো আপনার দাবিটির সত্যতা কতটুকু??? ৩. ক্রিকেট কি শুধু ক্রিকেটকেই রিপ্রেজেন্ট করে নাকি রিপ্রেজেন্ট করে পুরো জাতিকেই ...?? ৪. উপস্থিত হইলাম জনগনের প্রানের দাবি লইয়া ... দাবি না মানিলে খঠর হইতে খঠর কর্মচুচি দেওয়া হইপে পাকিস্থান সম্পর্কিত আমার মনোভাব হল – ১. আপনি চাইলে এখনকার একজন পাকিস্থানের নাগরিক বা একজন ব্যাক্তি বা একজন খেলোয়ার বা একজন শিল্পী কে ব্যক্তিগত ভাবে পছন্দ করতে পারেন ( যেহেতু এখন কার মানুষ / তরুন রা যারা ১৯৭১ এ যুদ্ধ করেনি) ২. আপনি চাইলে পাকিস্থানের কোন অসহায় মানুষ কে সাহায্য বা সমবেদনা জানাতে পারেন ( যেমন – কিছু দিন আগে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ ) ৩. কিন্তু যেখানে জাতিগত ভাবে পাকিস্থানকে তুলে ধরা হয় বা রিপ্রেজেন্ট করা হয় ( যেমন – ক্রিকেট বা অনান্য যেকোন বিষয় বা ক্ষেত্রে ) সেখানে একজন বাংলাদেশি হয়ে … এই স্বাধীন বাংলাদেশে বাস করে আপনি পাকিস্থান কে সমর্থন করতে পারবেন না … পারেন না … আমার আর কিছুই বলার নেই ... শুধু একটা কথাই বলতে চাই ... ---- " আমার দেশ যত খারাপই হোক ... তবুও বাংলাদেশি হিসেবে আমি গর্বিত ... ... "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।