আপাতত ঘুরপাক খাচ্ছি!
১। অরণ্য
অরণ্যে জেগে থাকলে
বিষধর সাপ জন্মায়
শোনা কথা তাই কান দিইনি
বহুদিন অরণ্যের চারিধারে
ঘুরাফেরা করেছি ভিতরে ঢুকিনি
ঢোকার সাহস হয়নি তাই।
একদিন সঞ্চিত সাহস নিয়ে
ঢুকে পড়বো গহীনে
তখন তুলে আনা যাবে
শাপ-শাপান্ত বিষদন্ত।
প্রতীক্ষায় দিন যায় রাত যায়
অরণ্যের জন্য প্রস্তুতি শেষ হয় না
এখন আমাকে ঘিরে রয়েছে জনারণ্য
শোনা কথার চেয়ে বাস্তবতা বড় নিষ্ঠুর।
২।
আমরা যখন ছিলাম ভুলে
আমরা যখন ছিলাম ভুলে
তুলতুলে এক রূপনগরে
বৃষ্টি হতো দৃষ্টি জুড়ে
ঝরঝরিয়ে তরতরিয়ে।
সৃষ্টি হতো রোদনগর এক
অপরূপা রুপার ঝলক
নোলক পড়ে নদীর ধারে
রুপকুমারী আসতো ভোরে।
সৃষ্টি হতো গালের টোল
মেঘের পটে পাটে পাটে
ভালুক নাচে হস্তি আসে
দৃশ্য সব দৃশ্যে হাসে।
কাঠবিড়ালি লেজ তুলে ধিন
এ গাছ ও গাছ শাখে শাখে
নেচে নেচে পিটপিটিয়ে
ঘুরতো রোজ পত্র ফাঁকে।
রামধনুরা গাভীর মত
চড়ে খেত নিত্য ফিরে
আলোর রেখা রঙের ভূবণ
ছড়িয়ে ছিল নয়ন তীরে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম (বান্দরবান শহর ও সাঙ্গু নদী)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।