জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।
আমি হারাই ,হারাই শুধু তোমার অরণ্য এ
আমি কোথায় চলেছি জানি না কিছু
তোমার অরণ্য আমায় করেছে বিভ্রান্ত।
তোমার অরণ্যতে হারিয়ে আজ আমি এক দিকভ্রান্ত পথিক,
হন্য খুঁজে বেড়াই তোমারে,
তুমি দেখতে পাচ্ছনা আমায়?
তবে কেন তুমি কর ছলনা?
কেন তুমি মিথ্যা হাস
তুমি কেন রয়ে আছ প্রহেলিকা হয়ে
তোমার অরণ্য হয়ে আছে
আমার জন্য এক গোলক ধাঁধা
আমি কেবলি তোমারে খুঁজে মরি।
তোমাকে খুঁজে আজ আমি অনেক ক্লান্ত
আমি অনেক হেঁটেছি
তবুও পাইনি তোমার সন্ধান
আড়াল থেকে তুমি দেখছ সবই
আমি তা জানি
তুমি মোর ক্লান্তি দেখে আনেক আনন্দ পাচ্ছ
তোমার আনন্দেই আমি বারে বারে হারিয়ে যাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।