আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাকে দুইভাগে বিভক্ত করার কারণসমূহ

অনেকেই ঢাকাকে দুই ভাগ করার অনেক কারণ বের করেছেন এবং এখনো করে যাচ্ছেন । কেউ বলছেন, কেউ কেউ আবার Google-এ why one city but two corporation টাইপ সার্চও দিচ্ছেন । তবে আমি এতকিছু করতে পারি নাই । আমার উর্বর মস্তিস্ক ঢাকাকে ভাগ করার কয়েকটি কারণ অনুসন্ধান করেছে, আমার মনে হয় এইগুলাই আসল কারণঃ ১) Google Maps এর এই যুগে অনেক মানুষ North, South চিনলেও উত্তর, দক্ষিণ চেনে না । তাদেরকে কোনটা উত্তর দিক আর কোনটা দক্ষিণ দিক, সেটা চেনানোর জন্যই ঢাকাকে উত্তর দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়েছে ।

সামনে হয়তো আমরা পূর্ব ঢাকা, পশ্চিম ঢাকাও দেখবো । ২) সরকার আর কয়েক বছরের মাঝেই দেশকে ডিজিটাল করে ফেলবে । কিন্তু ডিজিটাল হওয়ার আগে এই দেশ কেমন ছিল তা ভবিষ্যত প্রজন্মকে জানানোর জন্যই ঢাকাকে দুই ভাগ করা হয়েছে । একভাগ হবে ডিজিটাল ঢাকা, আরেকভাগ হবে এনালগ ঢাকা । যে কেউ চাইলেই ঘুরে আসতে পারবে অতীতের ঢাকায় ।

৩) পদ্মা সেতুর জন্য বরাদ্দকৃত অর্থগুলো শুধু শুধুই পড়ে আছে । ঐ টাকাগুলো কাজে লাগানোর জন্যই ঢাকাকে দুইভাগ করা হয়েছে । ঐ টাকা দিয়ে কোন এক মন্ত্রীর ঠিকাদারি কোম্পানীর তত্ত্বাবধানে তৈরি হবে 'উত্তর ঢাকা-দক্ষিণ ঢাকা মৈত্রী সেতু' । যা হবে দুই ঢাকার প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক । ৪) সীমান্ত এলাকার অনেক মানুষ সীমানা সংক্রান্ত সঠিক ধারণা না থাকায় ভারতে ঢুকে পড়ে এবং বিএসএফের হাতে খুন হয় ।

তাদেরকে দ্বিখন্ডিত ঢাকায় এনে হাতে-কলমে সীমানা বিষয়ক Tutorial দেওয়ার জন্যই ঢাকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে । ৫) সামাজিক বিজ্ঞান বইয়ের বঙ্গভঙ্গ অধ্যায়টি অতিমাত্রায় জটিল; কোমলমতি ছাত্র-ছাত্রীরা এই বঙ্গভঙ্গ বিষয়ে অনেক কিছুই বই পড়ে বুঝতে পারে না । তাই তাদেরকে বঙ্গভঙ্গের মত 'ঢাকাভঙ্গ' করে দেখানো হয়েছে যাতে তারা পুরো বিষয়টি বুঝতে পারে । ৬) বাংলাদেশ একটি গ্রাম্য কৃষি প্রধান দেশ । আর অধিকাংশ গ্রামেই দুইটি পাড়া দেখা যায় ।

একটি হল উত্তর পাড়া, আরেকটি দক্ষিণ পাড়া । যেহেতু আমাদের দেশের খাদ্যের সিংহভাগ যোগান গ্রামাঞ্চল নির্ভর, তাই গ্রামগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকাকেও উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়েছে । ৭) চায়না মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানীগুলো নিজেদের উদ্ভাবিত ডুয়াল সীম প্রযুক্তি নিয়ে এতদিন অতিরিক্ত বড়াই করে গেছে । তাদের এই বড়াইয়ের দাঁত এবং মাড়িভাঙ্গা জবাব দিতেই সরকার 'ডুয়াল সিটি করপোরেশন' উদ্ভাবন করেছে । এতে এটাই প্রমাণিত হয়েছে যে, চায়নার সাথে বাংলাদেশের উদ্ভাবনী ক্ষমতার আকাশ পাতাল ব্যবধান ।

এইগুলোই আসলে ঢাকা ভাগ করার মূল কারণ । সবগুলাই ঢাকা এবং দেশের ভালোর জন্যই করা হইছে । আপনেরা তো হুদাই বিরোধীদলের প্ররোচণায় সরকারের এই মহান কাজের নিন্দা করতাছেন । আপনাগোরে ধিক্কার । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.