আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাকে বসবাসের অযোগ্য ঘোষনা করা হোক

নিরব আঙ্গিনায় বসে আছি হয়ত স্পর্শ আমাতে আমি হব।

ঢাকা যদিও বাংলাদেশের রাজধানি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ঢাকা যাই যেতে হয়। কিন্তু দুঃখ জনক হলেও সত্য এই ঢাকা এখন আর বসবাসের যোগ্য নয়। কারন প্রতিদিন যে পরিমান যনজট হয় তাতে কত মূল্যবান কর্মঘন্টা আমরা নষ্ট করছি সেই সাথে অনেক টাকা।

এই তো কদিন আগে পত্রিকায় দেখলাম শুধু ঢাকাতেই যানজটের কারনে দৈনিক ৫ কোটি টাকার জ্বালানি তেল ও গ্যাস পুড়ছে। একবার চিন্তা করুন তো এই ৫ কোটি টাকা সাশ্রয় হলে ৫০০ দরিদ্র লোককে লাখপতি করা সম্ভব। ৫০০ বেকার কে ক্ষুদ্র ব্যবসা প্রদান করা সম্ভব। তাহলে কিসের জন্য আমরা জেনে শুনে বুঝে এই ৫ কোটি টাকা লোকসান করছি। তার কারন ঢাকা ইতিমধ্যেই বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে।

তাছাড়া দৈনিক যে পরিমান লোড শেডিং হয় মাই গড মনে হয় মৃত্যর পূর্বেই দোজখের আজাব। সন্ধ্যা হলে মশার উপদ্রব মড়ার উপর খাড়ার গা। আর যদি কোনক্রমে একটু বৃষ্টি হয় তাহলে তো দেখা যায় ঢাকার সুয়ারেজ ব্যবস্থার কি সুন্দর নমুনা। সর্বোপরি ঢাকায় যারা নিয়মিত চলাফেরা করছে তারা জানে কত ধানে কত চাল। ১৫ মিনিটের পথ ১ঘন্টা ১৫ মিনিটেও পারি দেয়া দায়।

আর যারা ঢাকার পার্শ্ববতী জেলা সমূহে বাস করছে তারা সবচে ভাল আছে। কারন এই গরমের মধ্যে একটু ভাল লোড শেডিং হলেও প্রাকৃতিক বাতাস পাচ্ছে যেটা ঢাকার মধ্যে কল্পনা করাও অসম্ভব। তাই অতি শ্রীঘই ঢাকা থেকে বাংলাদেশের রাজধানী অনত্র সরিয়ে নেয়া সবার জন্যই মঙ্গল হবে। কারন সরকার যতদিন ঘোষনা দিয়ে বাংলাদেশের রাজধানী অন্যত্র না সরাবে ততদিন এই জনদুর্ভোগ কাটবে না। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রনালয় ( পরিকল্পনা মন্ত্রনালয়) যদি দেশের স্বার্থে এরকম সুন্দর একটি পরিকল্পনা গ্রহন করে তাহলে সবার জন্য ভাল এবং এটা যতদ্রুত সম্ভব ততই ভাল।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.