আমাদের কথা খুঁজে নিন

   

পার্ট টাইম রাজনীতি ও মধ্য রাতের ষড়যন্ত্রের মতিঝিলে ঘসেটি বেগম।

* আমি খুজে বেড়াই নিজেকে * আজ মধ্য রাতে বেগম জিয়া আবারো বৈঠক ডেকেছেন। তথাকথিত স্থায়ী কমিটির সভা ডাকা হল। উদ্দেশ্য ডিসিসি দুই ভাগ নিয়ে জল কত টুকু ঘোলা করলে কত গুলা টাকি মাছ ধরা যাইবে। কথা হল অন্য খানে মধ্যরাতে কেন এই বৈঠক। এই মধ্য রাতের বৈঠক থেকে দেশবাসির বিরুদ্ধে এই নেত্রী ষড়যন্ত্র করে থাকেন।

এবং অপকর্মের সকল কর্মকাণ্ড মধ্য রাতে সকলকে ঘুমিয়ে রেখে ছক এঁটেছেন। এতে জল ঘোলা করে টাকি মাছ শিকার করতে পেরেছেন কিনা সেটা ভেবে অনেকে আত্ম তৃপ্তি পেতে পারেন। অন্যদিকে বিএনপির সকল পলিটিশিয়ান হল পার্ট টাইম পলিটিশিয়ান। সারা দিন নিজস্ব ব্যবসা বানিজ্য কিংবা ধান্দা করে রাতে যেটুকু সময় পেয়ে থাকে তা দিয়ে বিএনপি তে রাজনীতি করে থাকেন। অন্য দিকে বেগম জিয়া স্টার প্লাস ও জিটিভির খুব ভক্ত।

সাধারণত তিনি এসব মিস করেন না, তাই সকল হিন্দি সিরিয়াল সমাপ্ত হলে রাত সাড়ে ১১টায় তিনি বাস ভবন থেকে বের হন রাজনীতি করার উদ্দেশ্যে। এই পার্ট টাইম রাজনীতি বাংলাদেশের সর্বনাশ করে যাচ্ছে। মধ্য রাতের এই মতিঝিলে ঘসেটি বেগমের ষড়যন্ত্রের কব্ল থেকে দেশে মুক্তির আশু সমাধান দেখতে পাওয়া যায় না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।