আমি শুনতে পাই লক্ষ কোটি ফিলিস্তিনীর আর্তনাদ...হাহাকার
ব্যাপারটা আমার কাছে ঠিক সেই রকমই মনে হয়েছে। ছোট বেলায় দেখতাম ফুটবল, ক্রিকেট নিয়ে পুব পাড়া, পশ্চীম পাড়া, উত্তর পাড়া, দক্ষিন পাড়া এইসব নিয়া রেষারেষি হয়। কেউ উত্তর পাড়ার হলে দক্ষিন পাড়া দিয়ে যাবার সময় ভয়ে ভয়ে থাকে। এখন কিন্তু ঠিক সেই রকমই লাগছে!!
সরকারের কথা শুনে মনে হচ্ছে সুযোগ সুবিধা এমন ভাবে দিবে মনে হয় আমরা ঘুম থেকে উঠে দরজা খুলেই সুযোগ সুবিধা পেতে থাকব!! সরকার কি পাবলিক সেন্টিমেন্ট কিছুই বুঝলো না!! সব বিশিষ্ট নাগরিকরা জান প্রাণ দিয়ে মানা করল, কিন্তু সরকার সবাইকে কাঁচকলা দেখিয়ে ৫ মিনিটেই ঢাকা ভাগ করলে ফেলল!! ড. আকবর আলি খানের মত অভিজ্ঞ লোকের কথায়ও কোন কর্ণপাত করা হল না!! কিন্তু কেন?? কেন এমন বেহায়াপনা হল??
আমার একটা নিজস্ব ভাবনা আছে, যে কেন এমন হল। সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কা হচ্ছে একটা কারন।
এটা সবাই বুঝে। কিন্তু আমার মনে হয় এখানে আরেকটা ব্যাপার আছে। কেউ কি খেয়াল করেছেন কোলকাতা শহর “উত্তর কোলকাতা” ও “দক্ষিন কোলকাতা” নামেও ডাকা হয়!! সরকার তো সব কিছুতেই পারলে ভারতের গুনগান গাওয়ায় ব্যাস্ত থাকে। টিপাইমুখে বাঁধ দেবার চুক্তি হলেও এখনো বলা হচ্ছে “বন্ধু কিছুই করবেনা”।
সরকার হয়ত দেখেছে “আরে কোলকাতায় তো উত্তর আর দক্ষিণ আছে, তাহলে আমরা কেন করিনা!!” আমার কেন যেন মনে হচ্ছে সরকারকে এই বুদ্ধি দিয়েছে ভারত তথা কোলকাতা কেন্দ্রিক কোন বুদ্ধিজীবি টাইপ লোক! নাইলে এমন উদ্ভট চিন্তা মাথায় আসে কেমনে??
যাই হোক, এটা আমার নেহাতই নিজস্ব চিন্তা।
আমি কখনো বলব না যে আমি ঢাকা দক্ষিনে থাকি। বলব আমি ঢাকায় থাকি। পৃথিবীতে আমার প্রিয় শহর, আমার জন্মস্থান একটাই। সেটা হচ্ছে “ঢাকা”।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।