চাঁদের কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে থাকা অবস্থায় পূর্নিমা হলে চাঁদ বড় ও উজ্জ্বল দেখায়। সে ঘটনাটিই ঘটতে যাচ্ছে এ সপ্তাহান্তে। খবর বিবিসির।
সংবাদ সংস্থা বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি পৌঁছায় তখন তাকে বলা হচ্ছে ‘সুপারমুন’। এর ফলে চাঁদকে দূরের তুলনায় ১৪% বড় এবং ৩০% অধিক উজ্জ্বল দেখায়।
মহাকাশ পর্যবেক্ষকদের মধ্যে যারা এ সপ্তাহের শেষে বড় এবং উজ্জ্বল চাঁদ দেখা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের পরবর্তী চাঁদ দেখার জন্য ২০১৪ সালের অগাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মহাকাশ বিশেষজ্ঞ হেদার কুপার ‘সুপারমুন’-কে দেখছেন একটা কাকতালীয় ব্যাপার হিসেবে। আরেক মহাকাশ বিশেষজ্ঞ সারি বেলুচি বলেন, “যখন সন্ধ্যায় সবেমাত্র চাঁদ উঠেছে তখন সুপারমুনকে স্বাভাবিক আকারের চেয়ে বড় দেখায়। কিন্তু প্রকৃত আকারের পার্থক্য খুব বেশি বড় নয়।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।