I like traveling
আসছে গুগলের অনলাইন টেলিভিশন সেবা 'গুগল টিভি'। আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা না করলেও এ সপ্তাহেই এটি বাজারে আসতে পারে বলে জানিয়েছেন গুগলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করার জন্য গত সোমবার টাইম ওয়ার্নারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে গুগল। চুক্তি অনুযায়ী টাইম ওয়ার্নারের এইচবিও, জেনারেল ইলেকট্রনিকসের এনবিসি, নেটফ্লিঙ্ ও টুইটার থেকে ব্যবহারকারীরা গুগল টিভির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। চাইলে গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকেও ভিডিও দেখা যাবে।
আমাজন, নেটফ্লিঙ্, প্যান্ডোরা, ভিভোসহ বেশ কিছু প্রতিষ্ঠানের অনলাইন স্টোর থেকেও ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে এখানে। তবে এ জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হবে।
গুগল জানায়, তাদের টেলিভিশন সেবার মাধ্যমে ব্যবহারকারীরা টিবিএস, টিএনটি, সিএনএন, কার্টুন নেটওয়ার্ক চ্যানেলসহ বেশ কয়েকটি চ্যানেলের ভিডিও অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে এতে যুক্তরাষ্ট্রের জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ভিডিও দেখার সুবিধাও থাকবে। গ্যাজেটস নির্মাতা সনি, লজিটেক ও ডিশ নেটওয়ার্কও গুগল টিভি সেবা দেবে বলে গুগল জানায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।