আমাদের কথা খুঁজে নিন

   

এ সপ্তাহেই দক্ষিণ সুদান যাচ্ছে বাংলাদেশি শান্তিরক্ষীরা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এ মোমেন জানান, আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে তাদের মিশনে রওনা হওয়ার কথা রয়েছে।
বুধবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণ সুদানের পরিস্থিতি ক্রমান্বয়ে মারাত্মক আকার ধারণ করায় সিকিউরিটি কাউন্সিল খুব দ্রুত সেখানে ১৪ হাজার সৈন্য পাঠাতে চায়। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈন্যদের ভূমিকার কথা বিবেচনা করে সবার আগে বাংলাদেশ থেকেই এক ব্যাটেলিয়ন অর্থাৎ, এক হাজার সৈন্য সেখানে পাঠানো হচ্ছে। ” 
সাজ-সরঞ্জামসহ বাংলাদেশি সৈন্যদের পৌঁছে দিতে ইতোমধ্যে জাতিসংঘ প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা করেছে বলে জানান তিনি।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন গত ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সেনা পাঠানোর অনুরোধ জানানোর পর তা বাস্তবায়নে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীকে নির্দেশ দেয় সরকার।

 
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপার্সন, ইথিওপিয়া, রুয়ান্ডা, মালাবি, তাঞ্জানিয়া, পাকিস্তান ও নেপালের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছেও সেনা সহায়তা চেয়ে বান কি মুন ফোন করেন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ইরি কনেকো।
তিনি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণ সুদানের নাজুক পরিস্থিতিতে মহাসচিব শান্তিরক্ষা মিশনের জন্য ১৪ হাজার সৈন্য খুঁজছেন। সেখানে মানবিক বিপর্যয়ের ঘটনায় নিরাপত্তা পরিষদও বিচলিত বোধ করছে। দ্রুত এর সমাপ্তি না ঘটলে বিশ্বকে আরো করুণ অবস্থা দেখতে হবে। ”
দক্ষিণ সুদানে গত কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েক হাজার লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।


১৯৮৮ সাল থেকে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে বাংলাদেশ। সেনা মোতায়েনের সংখ্যার বিচারে বর্তামনে এই মিশনে বাংলাদেশের অবদান দ্বিতীয় সর্বোচ্চ। সৈন্য সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে কেবল পাকিস্তান।
শান্তি মিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য (নভেম্বর) অনুযায়ী, ১২০টি দেশের ৯৮ হাজার ২৬৭ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা ৭ হাজার ৯৬৮ জন।
দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ১১০ জন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।


৮ হাজার ২৯৮ জন পাকিস্তানি সেনা বর্তমানে বিভিন্ন দেশে শান্তি মিশনে কাজ করছেন।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.