বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
ওই মামলার আসামি এম এ গাফফার মৃধা জামিন চাইতে এলে আদালত তাকে জামিন না দিয়ে এই আদেশ দেয়।
এ ধরনের মামলায় ১২০ দিনের মধ্যে অভিযোগপত্র দেয়ার বিধান থাকলেও তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মতিউর রহমান তা দেননি। তাকে আগামী ১৮ জুলাই আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে আদালত।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
মামুনুর রশীদ বলেন, একটি কোম্পানি বিড়ির চালানের সঙ্গে ২৫ কেজি ২০০ গ্রাম ‘হেরোইন সদৃশ সাদা পাউডার’ মালেয়শিয়ায় পাঠানোর সময় গত বছরের ১৫ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দরে আটক করে পুলিশ।
বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)এ ধারায় পুলিশ গত ১৮ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।