আমাদের কথা খুঁজে নিন

   

মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে হেরোইন পাচার



মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে মাদকদ্রব্য হেরোইন প্রবেশ করছে। এছাড়া ভারতীয় মাদক চোরাচালানী চক্র বাংলাদেশে পাচার করছে ফেনসিডিল ও গাঁজা। ভারতের উত্তর- পূর্বাঞ্চলের আটটি রাজ্যে প্রতিমাসে 20 থেকে 28 কোটি টাকার হেরোইন প্রবেশ করছে। মায়ানমারের পর ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল হচ্ছে হেরোইন পাচারের বড় ট্রানজিট রম্নট। সম্প্রতি জাতিসংঘের অফিস অব ড্রাগস এ্যান্ড ক্রাইম দফতরের 2006 সালের বার্ষিক রিপোর্টে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘের রিপোর্টে উলেস্নখ করা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে নিয়মিত হেরোইন পাচার হওয়ার প্রভাব বাংলাদেশে পড়ছে। মিয়ানমার থেকে ভারতে হেরোইন প্রবেশের সাতটি পথ রয়েছে। প্রধান রম্নটটি হচ্ছে মিয়ানমার থেকে মণিপুরের পূর্ব দিকে চান্ডেল জেলায় ভারত ও মিয়ানমার সীমানত্দের বাণিজ্য শহর মোরে। এই মোরে শহর পার হওয়ার পর চোরাচালানীরা হেরোইন জাতীয় সড়ক দিয়ে ইম্ফলে নিয়ে যায়। সাম্প্রতিককালে সিকিমকেও হেরোইন পাচারের রম্নট হিসেবে ব্যবহার করা শুরম্ন হয়েছে।

মণিপুরের ইম্ফল থেকে বিভিন্ন হাত ঘুরে হেরোইন পাচার হয় নাগাল্যান্ডের রাজধানী কোহিমাসহ অন্যান্য জায়গায়। আবার নাগাল্যান্ডের তুয়েনসাং জেলার সঙ্গে মিয়ানমারের সীমানত্দ থাকায় এ পথেও হেরোইন ভারতে প্রবেশ করে। ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 21.07.2006 ঃঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.