টাংগাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞানের তিনজন শিক্ষার্থীকে স্থাযীভাবে বহিষ্কার করা হয়েছে। ১৭ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। চতুর্থ বর্ষ দ্বিতীয় সিমেস্টারের আবদুল্লাহ আল হাদী , তৃতীয় বর্ষ প্রথম সিমেস্টারের নুরুন্নবী সিদ্দিকী ও শামীম উল হককে স্খায়ী বহিষ্কার করা হয়েছে। সাইফুল ইসলাম, শামসুল হক, সজীব তালুকদারকে দুই বছরের জন্য এবং সুব্রত কর্মকার, এইচ আল আমিনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে মাহবুব হাসান, সিফাত মো. আরেফিন, মো. আক্তারুজ্জামান, কাউসারুল আলম, হোসাইন মো. লিটন, আবদুর রহমান, মইনুল হাসান আরিফুল ইসলাম এ শাহাবুদ্দিন আহমেদকে।
গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ড এই সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্ত আন্দোলনকারী ছাত্রছা্ত্রীদের ভবিষ্যৎ কে নস্যাৎ করার পায়তারার শামিল। ছাত্র গণমঞ্চ বিশ্ববিদ্যালয়ের এই স্বৈরাচারী ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ভাসানী বিশ্ববিদয়ালয়ের আন্দোলনকারী ছাত্রছাত্রীবৃন্দ দীর্ঘ সময় ধরে তাদের এ ন্যায্য আন্দোলন করে আসছিল। তাদের এ ণ্যায্য দাবী-দাওয়ার প্রতি সম্পূর্ণ উদাসীনতা প্রদর্শনপূর্বক এ দমনমুলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফ্যাসিবাদী চরিত্রকে উম্মোচন করে।
। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আণ্দোলনকারী ছাত্র-ছাত্রীদের পক্ষে ভাসানীবিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের পাশে দাড়ানোর আহ্বান জানাই। আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্বান্ত বাতিল ও আন্দোলনকারীদের দাবী মেনে নেয়ার দাবী জানাই।
ছাত্র গণমঞ্চ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।