আমাদের কথা খুঁজে নিন

   

ভাসানী বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে



টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগ ব্যতিত অন্যান্য সকল বিভাগের কাস যথারীতি চললেও থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল বুধবার খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের আন্দোলনরত শিার্থীরা বেশ কয়েকবার পেছনের গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ইট পাটকেল নিেক্ষপ করে। পুলিশের ধাওয়ার মুখে প্রতিবারই তারা পিছু হটে যায়। এসময় পুলিশ বখতিয়ার ওরফে আরিফ নামক এক ছাত্রকে গ্রেফতার করেছে। সে খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

এদিকে মঙ্গলবার রাতে গ্রেফতারকৃত ১১ ছাত্রের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেছেন ভারপ্রাপ্ত রেজিষ্টার মোঃ জমরুদ হোসেন। বুধবার সকালে গ্রেফতারকৃত ১১ ছাত্রকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। জেলহাজতে প্রেরণ করা ছাত্রদের সবাই “খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান” বিভাগের। এরা হচ্ছে বাবুকান্ত সেন, রনি, আক্তারুজ্জামান সনি, নিসাদুর রহমান, রিয়াজুল হাসান, হোসাইন মোহাম্মদ লিটন, রানা আহমেদ, আতিকুল আজমান, মাহবুব হাসান, সেফাত মোহাম্মদ আরেফিন ও আরিফ হোসেন। এছাড়া অন্যান্য বিভাগের আটক হওয়া সাতজনকে প্রক্টর মঙ্গলবার রাতেই টাঙ্গাইল থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান।

মঙ্গলবারের ঘটনার ব্যপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপ সহকারী অধ্যাপক ড. ইউনুস মিয়াকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাত সদস্য বিশিষ্ট কমিটির সদস্য সচিব করা হয়েছে প্রক্টর মুহাম্মদ উমর ফারুককে। আগামী সাত কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। গ্রেফতারকৃত ছাত্রদের গতকাল টাঙ্গাইল থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। উপাচার্য ড. এম নুরুল ইসলাম সাংবাদিকদের বলেছেন আন্দোলনরত ছাত্ররা নিঃশর্তভাবে কাসে যোগদান করলে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিষয়টি বিবেচনা করে দেখা হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.